
মোঃ মিজানুর রহমান,বোরহানউদ্দিন।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক স্কুল এন্ড কলেজ এর ভিত্তি প্রস্তুর স্থাপন ও শুভ উদ্বোধন করেন আলহাজ্ব আলী আজম মুকুল এমপি।
অদ্য ১৫-০২-২০২৩ ই রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি দিন ইসলাম রুবেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব আলী আজম মুকুল তিনি বলেন, আমি অজপাড়া থেকে বেড়ে উঠেছি। আমি অনেক কষ্ট করে কাঁদা মাটি পেরিয়ে স্কুলে যেতাম। তাই জানি একজন ছাত্র ছাত্রী অনেক কষ্ট করে কাঁদা মাটি পেরিয়ে স্কুল কলেজে পড়াশোনা করে। কালের ক্রমান্বয়ে এখন আমরা অনেক আধুনিক। আপনাদের এলাকায় এই স্কুল এন্ড কলেজের আশে পাশে হাজার হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করে ভবিষৎতে উপকৃত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ নির্মানে কার্যকরী ভূমিকা রাখবে।
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক দিন ইসলাম রুবেল বলেন, আমার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সকলের সহযোগিতায় কাচিয়া ইউনিয়নের অবহেলিত কোমলমতী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এই প্রতিষ্ঠান আজ প্রতিষ্ঠিত হয়েছে। আমি মনে করি কাচিয়া ইউনিয়নের জন্য উক্ত প্রতিষ্ঠানটি আর্শিবাদ স্বরুপ। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক এর নামে নাম করন করা হয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কাচিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রব কাজী, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ আলী হিরা, কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগের ( উঃ) সভাপতি পিকুরুল ইসলাম বাহার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্লাহ মিয়া, টবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা হেলাল উদ্দিন।