বোরহানউদ্দিনে গণটিকা কর্মসুচি বাস্তবায়নে আলোচনা সভা

বোরহানউদ্দিনে গণটিকা কর্মসুচি বাস্তবায়নে আলোচনা সভা

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

আগামী ২৬ ফেব্রুয়ারি প্রতি ইউনিয়নে ৯০০ টিকা দিতে হবে।১৮ বছরের উর্ধ্বে জনগোষ্ঠীকে ইউনিয়ন পর্যায় টিকা দিতে হবে। ২১ থেকে ১৮ বছরের নিচে সবাইকে হাসপাতালে ফাইজার টিকা দিতে হবে। রেজিস্ট্রেশন/ পরিচয়পত্র প্রমাণাদি না থাকলেও মোবাইল ফোন নাম্বার দিয়ে টিকা দেওয়া যাবে। ২৬ ফ্রেব্রুয়ারীর পর আর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না। যাহারা প্রথম ডোজ টিকা নেয়নি তারা ২৬ তারিখের মধ্যে প্রথম ডোজ টিকা গ্রহন করতে হবে। আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে কোভিড-১৯ এর ১ দিনে ১ কোটি গণটিকা কর্মসূচি বাস্তবায়নে রবিবার সকাল ১১ টায় ভোলার বোরহানউদ্দিনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মিলনায়তনে আলোচনা সভায় এসব কথা বলেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাইফুর রহমান। আলোচনা সভায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম,
পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা তপতি চৌধুরী ও ডাঃ মোঃ সাদি, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম), উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, টবগী ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হওলাদার, পক্ষিয়া ইউনিয়ন পরিষদের জনতার চেয়ারম্যান আলাউদ্দিন সরদার, কুতুবা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ মিয়া বক্তব্য রাখেন। এসময় কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব কাজিসহ সকল ইউনিয়ন পরিষদের সচিব ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *