বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কাচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আফাজ উদ্দিন বাড়িতে জমি নিয়ে বিরোধের জের বসত ঘর উচ্ছেদ করতে প্রতিপক্ষের দেওয়া আগুনে পুড়লো অসহায় ফাতেমা বেগমের বসত ঘর। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
একই এলাকার হাফেজ উদ্দিন গংদের বিরুদ্ধে ওই বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী ফাতেমা বেগম। ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, আমাদের ক্রয়কৃত জমিতে আমরা দির্ঘদিন যাবত বসবাস করে আসছি। আমাদের প্রতিপক্ষ হাফেজ উদ্দিন গংদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলমান আছে। আমাদের জমি ও ঘর উচ্ছেদ করতে শনিবার আমাদের বাড়িতে গিয়ে হুমকি প্রদান করে তারা। আমারা তাদের হুমকিতে ভয় না পাওয়ায় আমার বসত ঘরে আগুন লাগিয়ে দেয় তারা। আমাদের রান্নাকরা পুরো ঘরটি আগুনে পুড়ে যায়। অন্যাদিকে হাফেজ উদ্দিন গংদের কাছে জানতে চাইলে তারা কিছুই জানেন না বলে কৌশল এরিয়ে যান। এঘটনায় ভুক্তভোগী ফাতেমা বেগম বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) জানান, নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।