বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নং ওয়াডের ফুল কাচিয়া গ্রামে মৎস্য খামারি কাশেম জমাদ্দারের মাছের ঘেরে বিষ ঢেলে মাছ মারার অভিযোগ পাওয়া গেছে। এতে মৎস্য খামারির প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এমন অভিযোগ মৎস্য খামারি কাশেম জমাদারের। একই এলাকার মজিদ জমাদ্দারের ছেলে সফু জমাদ্দার (৬০) ও নুরইসলামের ছেলে আনোয়ার হোসেন(৩০) এর বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগী মৎস্য খামারি কাশেম জমাদার। মৎস্য খামারি ভুক্তভোগী কাশেম জমাদার অভিযোগ করে বলেন, উল্লেখিতরা আমার ২ টি মাছের ঘেরে শুক্রবার রাতে বিষ দেয়। শনিবার সকাল থেকে দিনভর পুকুরের মাছ মারা যায়। এতে ২ টি মাছের ঘেরে প্রায় ৫ লক্ষ টাকার মাছ মারা যায়। প্রশাসনের দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী মৎস্য খামারি কাশেম জমদ্দার। অন্যদিকে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তাদেরকে খুজে পাওয়া যায়নি। এ ঘটনায় মৎস্য খামারি কাশেম জমাদ্দার বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে