বোরহানউদ্দিনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা”আঞ্চলিক প্রেসক্লাবের নিন্দা

বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চকঢোস গ্রামে সংবাদ প্রকাশের জের সাংবাদিক রাকিব হোসেনের বিরুদ্ধে হয়রানি মুলক মামলা দায়ের করেছে ভূমিদস্যু সোলেমান গংরা। কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চকঢোস গ্রামের
সোলেমান গংরা হয়রানি মুলক মামলায়
সাংবাদিক রাকিব হোসেনকে ৫ নং আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেন। যাহা এম/পি নং- ২৯৩/২০২৪ ইং।
মামলাটি বিজ্ঞ আদালত বোরহানউদ্দিন থানা পুলিশকে এফআইআর করার নির্দেশ প্রদান করেন।
সাংবাদিক রাকিব হোসেন দৈনিক প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার ভোলা প্রতিনিধি ও বোরহানউদ্দিন আঞ্চলিক প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। সাংবাদিক রাকিব হোসেনের বিরুদ্ধে হয়রানি মুলক মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বোরহানউদ্দিন আঞ্চলিক প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা।
স্থানীয় সুত্রে জানাযায়, সাংবাদিক রাকিবের বিরুদ্ধে হয়রানি মুলক মামলার বাদী সোলেমান গংরা স্থানীয় দালাল বাজার জামে মসজিদের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করেন। জমি দখলে ব্যর্থ হয়ে মসজিদের জমির পাহারাদার রফিক মাল নামক যুবককে কুপিয়ে গুরুতর জখম করে ভূমিদস্যু সোলেমান গংরা। ওই ঘটনায় ভুমিদস্যু সোলেমান গংদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন জখম হওয়া রফিক মাল গংরা। ভুমিদস্যু সোলেমান গংদেরকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন বোরহানউদ্দিন থানা পুলিশ।
মসজিদের জমি দখলের চেষ্টায় পাহারাদার রফিক মালকে কুপিয়ে জখম করার ঘটনায় সংবাদ প্রকাশ করেন সাংবাদিক রাকিব হোসেন।
সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাকিব হোসেনকে ৫ নং আসামি করে হয়রানি মুলক মামলা করেন ভূমিদস্যু সোলেমান গংরা।
সাংবাদিক রাকিব হোসেন জানান, স্থানীয় দালাল বাজার জামে মসজিদের জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে মসজিদের জমির পাহারাদার রফিক মালকে কুপিয়ে জখম করেছে স্থানীয় ভূমিদস্যু সোলেমান গংরা।
রফিক মাল গংদের মামলায় কয়েকদিন জেল হাজতে ছিলেন ভূমিদস্যু সোলেমান গংরা। সোলেমান গংরা জেল থেকে জামিনে এসে মামলা উত্তোলন করতে রফিক মাল গংদেরকে হুমকি দেয় ভূমিদস্যু সোলেমান গংরা।
রফিক গংদের দায়ের করা মামলা উত্তোলন না করায় হয়রানি মুলক কাউন্টার মামলা দায়ের করেন ভূমিদস্যু সোলেমান গংরা।
সোলেমান গংদের দায়ের করা হয়রানি মুলক কাউন্টার মামলায় সাংবাদিক রাকিব হোসেনকে ৫ নং আসামি করা হয়েছে। এলাকায় মসজিদের জমি দখলের চেষ্টাসহ সাধারণ মানুষের জমি দখলের চেষ্টা চলমান রেখেছে ভূমিদস্যু সোলেমান গংরা।
সোলেমান গংদের অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারন মানুষ। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে সোলেমান গংদের কাছে জানতে চাইলে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি।
বোরহানউদ্দিন আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এইচ.এম.এরশাদ জানান, পেশাগত দায়িত্ব পালন করায় সাংবাদিক রাকিব হোসেনের বিরুদ্ধে হয়রানি মুলক মামলা দায়ের করা হয়েছে। হয়রানি মুলক মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। একইসাথে সাংবাদিক রাকিব হোসেনের বিরুদ্ধে হয়রানি মুলক মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন নয়ন।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, নিরপেক্ষ তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *