মোঃ মোঃ ফরিদ উদ্দিন, আজকের দেশবাণী।
ভোলা জেলার দক্ষিণ আইচা প্রেসক্লাবের অফিস কক্ষে " দৈনিক অভিযোগ বার্তা পত্রিকা'র চতুর্থ বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পত্রিকাটি হাঁটিহাটি পা-পা করে ইতিমধ্যে সব পাঠকের প্রিয় হয়ে উঠেছে।দৈনিক অভিযোগ বার্তা পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ও দক্ষিণ আইচা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম খলিলুল্লাহর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ শাহরিয়ার হোসাইন ফারদিন শুভেচ্ছা বক্তব্য ও মোঃ ইউসুফ ইসলামী সংগীত পরিবেশন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দক্ষিন আইচা থানা'র অফিসার ইনচার্জ মোঃ সাঈদ আহমেদ (পিপিএম)।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকরা হয়েছে জাতির বিবেক তাদের মাধ্যমে আমরা অনেক তথ্য পেয়ে থাকি এবং এই পেশাটি উত্তম ও মহৎ পেশা।সাংবাদিক তারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে তথ্য সংগ্রহ করে থাকে তাদের প্রতি রইল আমার সম্মান ও ভালবাসা।
বিশেষ অতিথি মোঃ আশ্রাফ উদ্দিন সবুজ মুন্সি (প্রকাশক ও সম্পাদক ) দৈনিক ভোরের চিত্র ও সভাপতি দক্ষিণ আইচা প্রেসক্লাব তিনি তাঁর বক্তব্যে বলেন,অভিযোগ বার্তা এই পত্রিকা বিগত চার বছর যাবত সুনামের সহিত সংবাদ সংগ্রহ করে আসছে।এই পত্রিকাটি আমরা পড়ি,পত্রিকার প্রতি রয়েছে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালবাসা। আশা করি আপনারা সবাই এই পত্রিকার সাথে থাকবেন এবং সংবাদ পড়বেন।
আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রুহুল আমিন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান চর মানিকা ইউপি, এডভোকেট মোঃ ফরিদ উদ্দিন (বার্তা সম্পাদক) দৈনিক ভোরের চিত্র ও দক্ষিণ আইচা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।মোঃ জামাল মীর (দক্ষিন আইচা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক), মোঃ আলাউদ্দিন (দক্ষিন আইচা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক,) সাংবাদিক শামছুদ্দিন খোকন,সাংবাদিক মিজান ফারহান ( দক্ষিন আইচা প্রেসক্লাবের সদস্য),৯নং চরমানিকা ইউনিয়নের ইউপি সদস্য মোঃ ফারুক,মিজান মুন্সী, মনির তালুকদার, মোঃ সাজাহান প্রমূখ।