ভোলা প্রতিনিধিঃ
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা ইউসুফের খালি বাসা পেয়ে গভীর রাতে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি খালেকের ছোট ভাই রুবেলের ৭ মাসের অন্তঃসত্তা গৃহবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়াগেছে।
ধর্ষিতার স্বামী ইউসুফ জানান আমি ঢাকায় থাকায় আমার অবর্তমানে রুবেল গভীর রাতে ঘরে ডুকে আমার স্ত্রীকে ধর্ষন করেন।
খবর পেয়ে আমি ঢাকা থেকে দেশে এসে আমার স্ত্রীকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করি।
এব্যাপারে সরজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দার কাছ থেকে জানা যায়, রুবেলের কর্মকাণ্ডর বহু অন্থিক কাহিনী আরো রয়েছে। অভিযুক্ত রুবেলের বাড়িতে গিয়ে রুবেলকে পাওয়া যায়নি তবে তার স্ত্রী স্বীকারোক্তি দিয়ে বলেছেন। ইউসুফের স্ত্রীর কাছে আমি ৫ হাজার টাকা পাই।
সেই টাকা আনার জন্য আমার স্বামী রুবেল ইউসুফের বাড়িতে গেছে ২৮/১২/২০২২ইং তারিখে রাত ২ টার সময়।
সরজমিনে আরও জানাযায় রুবেলের বড় ভাই খালেক ওয়ার্ড সভাপতি বলে এই ধরনের অনৈতিক কর্মকান্ড করে তারা পার পেয়ে যাচ্ছে বলে সাধারণ জনগণ জানান।
এ ব্যাপারে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতির বক্তব্য জানতে গিয়ে এলাকায় তাকে খুজে পাওয়া যায়নি।
রুবেলের বাবার সাথে কথা বললে তিনি জানান এ ব্যাপারে আমি কিছুই জানিনা।
ভুক্তভোগী ইউসুফের স্ত্রী'র অবস্থা খুবই গুরুতর বলে জানান তার স্বামী ইউসুফ। ইউসুফের আহত স্ত্রী ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী রুবেলের বিরুদ্ধে প্রশাসনের কাছে উপযুক্ত বিচার দাবি করেছেন।