ভোলায় ক্ষমতার দাপট দেখিয়ে একটি অসহায় পরিবারের জমি জোরপুর্বক ভোগ দখলের অভিযো

ভোলায় ক্ষমতার দাপট দেখিয়ে একটি অসহায় পরিবারের জমি জোরপুর্বক ভোগ দখলের অভিযো

রিপোর্টঃ ফাতেমা খানম ভোলা।

ভোলা পৌর কালীবাড়ি রোড ভদ্রপাড়া ৩নং ওয়ার্ডে আব্দুল সাত্তার ও আমির হামজার পিতা-মাতার ওয়ারিসূত্রে মালিক তাদের ৩১ শতাংশ জমি জবর দখল করে নিয়েছে একই এলাকার পুলিশের সিআইডি কর্মরত সেলিম গংরা।

জমির প্রকৃত মালিক আব্দুল সাত্তার জানান, আমি দীর্ঘ ৪২ বছর যাবত সেলিমগংদের কাছ থেকে আমার পিতা ও মাতার সম্পত্তি দাবী করে আসছি।

আমার প্রকৃত সম্পত্তি তাদের কাছে দাবী করাকে কেন্দ্র করে তারা আমাকে ২০০৮ সালে মেরে রক্তাক্ত করেন।
এবং আমাকে মেরে ফেলার ও চেষ্টা করে।

আমি তাদের ভয়ে কোন রকম জান নিয়ে পালিয়ে চট্টগ্রাম চলে যাই।
দীঘ ৫ বছর পর আমি দেশে ফিরে আসি, এর পর আমি উক্ত জমির প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করি।
কাগজ পত্রের আলোকে আমি সেলিম গংদের কাছে আমার সম্পত্তি পুনরায় দাবী করি।
সেলিম গংরা আমার সম্পত্তি দিতে অস্বীকার করেন।
তারা বলেন তুই কোন জমি পাবি না আমাদের কাছে।

কারণ ১২ বছর দলিল ছাড়া আমরা জমি ভোগ দখল করেছি। এখন এই জমি আমাদের, দখল যার জমি তার এই বলে আমাকে তারিয়ে দেয়।

আমি লোক মারফৎ শুনেছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দলিল যার জমি তার।
কেউ জোর করে ভোগ দখল করলে তার নাকি ৫ বছর জেল জরিমানা করা হবে।
এটা শুনে অনেক আশা নিয়ে পৌরসভায় দরখাস্ত করেছি।

পৌরসভা থেকে তাদেরকে শালিশে ডাকলে তারা সেই শালিশের তোয়াক্কা না করে আরো আমার বাসার সামনে এসে আমার উপর হামলা করেন, এবং আমার সন্তানদেরকে ভিবিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবেন বলে হুমকি দেয়।
এর পর আমরা থানায় একটি অভিযোগ করি অভিযোগের ভিত্তিতে তাদেরকে থানায় ডাকলেও তারা থানার ওসির ডাকে সারা দেয়নি।
পুলিশে সি আইডি কর্মরত সেলিম তার ক্ষমতার দাপট দেখিয়ে সকল সালির বানচাল করে দেয়।
তাদের ক্ষমতার কাছে আমি দুর্ভল আমি কিছুতেই তাদের সাথে পেরে উঠতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের কাছে আমার আকুল আবেদন আমি যেন আমার পিতা ও মাতার সম্পত্তি ফিরে পেতে পারি সে জন্য সেলিম গংদের বিরুদ্ধে বিচার দাবী করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *