
ভোলা প্রতিনিধিঃ
ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়ন ২নং ওয়ার্ড জমাজমি বিরোধের জেরধরে মোঃ বাবুলের স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়াগেছে।
বাবুল অভিযোগ করে জানান, প্রত্যেক সম্পত্তি নিয়ে একই বাড়ির আরিফ, ফারুক, শহীদ, ইসমাইলসহ আরও অনেকে মিলে আমার বসত ভিটা দখল করার জন্য তারা আজ বিকাল ৩টার সময়
আরিফ, ফারুক, শহীদ, ইসমাইল সহ আরও অনেকে মিলে দাও, সাবাডি ও দেশীও অস্ত্রসহ
আমার স্ত্রীকে এলো পাঁচালী মারধর ও কুপিয়ে যখন করে। আমার স্ত্রীর ডাক চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন এসে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করে। আমি এই ঘটনা শুনে আমার স্ত্রীকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করি।
এই সন্ত্রাসীদের ক্ষমতার দাপটে আমার মত এমন নীরহ বহু ফ্যামিলি এদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়না।
বাবুল আরও বলেন আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য তারা বিভিন্নভাবে ফাইতারা চালিয়ে যাচ্ছে। এমনকি আজকের ঘটনা প্রমাণ হয় আমাকে তারা খুন করতে তারা কোন প্রকার ধিদা করবে না, পার্শ্ববর্তী লোকজন না আসলে আজকে হয়তো আমার স্ত্রীকে মেরেই ফেলতো তারা।
এ ব্যাপারে বাবুলের কাছ থেকে আরও জানা যায়, এই ঘটনার আদালতে মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে জানান জন্য আরিফ ইসমাইলকে একাধিকবার ফোন করে তাদেরকে পাওয়া যায়নি।
তবে ভুক্তভোগি বাবুলের অসহায় পরিবার আরিফ ও ইসমাইলদের অত্যাচারের হাত থেকে বাচার জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।