
ফাতেমা খানম,ভোলাঃ
দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের লেচপাতা ২নং ওয়ার্ডে জমিজমা বিরোধের জেরধরে সন্ত্রাসী হামলায় ৪ জন গুরুতর আহতের খবর পাওয়া গেছে।
মোঃ ফারুক জানান, রফিক গংদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা বিরোধ চলে আসছে। উভয় পক্ষের মামলা চলমান।
রফিক গংরা আইনের কোন তোয়াক্কা না করে ১০ এপ্রিল সোমবার রফিকের নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী নিয়ে পুকুরের মাছ ধরার চেষ্টা করেন।
ফারুক জানান,আমার বড় ভাই মাহাবুব খবর পেয়ে তাদেরকে বাধা দিতে গেলে তারা আমার ভাইয়ের উপর অতর্কিত হামলা করেন।
আমার ভাইয়ের ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে আমার ছেলে ও ভাতিজারা গেলে তাদেরকেও তারা পিটিয়া আহত করেন।
আহতরা হলেন মাহবুব আলম,বিল্লাল,ইকবাল,শাহাবুদ্দি,সামছুউদ্দিন বর্তমানে আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে রফিক গংদের নিকট জানতে চাইলে তারা কোন প্রশ্নের জবাব দিবেন না বলে এড়িয়ে যান।
ভুক্তভোগি ফারুক গংদের অসহায় পরিবার রফিক গংদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন