ভোলায় জমিজমা বিরোধের জেরধরে রাতের আঁধারে রতন খাঁ ও তার স্ত্রীকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

ভোলায় জমিজমা বিরোধের জেরধরে রাতের আঁধারে রতন খাঁ ও তার স্ত্রীকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ

বোরহাউদ্দিন প্রতিনিধি।

বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ১নং ওয়ার্ডে জমিজমা বিরোধের জের ধরে রাতের আধারে ঘরে ঢুকে রতন খা ও তার স্ত্রীকে হাত-পা বেধে নির্যাতনের অভিযোগ পাওয়াগেছে।

রতন খাঁ অভিযোগ করে জানান, গত ১০ নভেম্বর ২০২২ইং বৃহস্পতিবার রাতে একই এলাকার আবু তাহের, বাবুল ও আব্দুর রব আমাদের ঘরে ঢুকে আমাকেও আমার স্ত্রীকে হাত পা বেধে দেশীয় অস্ত্র দিয়ে নির্যাতন করেন।

আমাদের ডাকচিৎকার শুনে এলাকার লোকজন দৌড়ে আসলে উক্ত সন্ত্রাসীরা আমার ঘরে থাকা ৫০ হাজার টাকা ও আমার স্ত্রীর সাথে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

এলাকার লোক জন ঘটনা স্থল থেকে আমাদেরকে উদ্ধার করে খায়ের হাট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এলাকাবাসী জানান, রতন খায়ের সাথে আবু তাহের গংদের ২০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল।
এ নিয়ে এলাকায় দফায় দফায় সালিশ মীমাংসা হয়। এতে রতন খা উক্ত জমির মালিক বহাল হন।
আবু তাহের গংরা সন্ত্রাসী প্রকৃতির লোক বলেই তারা আইনের কোন তোয়াক্কা না করে নিরীহ রতন খায়ের উপর বিভিন্ন সময় হামলা করেন, আমরা এলাকাবাসী এর তীব্র নিন্দ্রা জানাই।
এব্যাপারে আবু তাহের গংদের বক্তব্য জানতে গিয়ে এলাকায় তাদের কাউকে খুজে পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী রতন গংদের পরিবার আবু তাহের গংদের অত্যাচারের হাত থেকে বাচার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *