ভোলায় জাতীয় নেতা তোফায়েল ভাইর বিকল্প নেই”আবু ছায়েম

ভোলায় জাতীয় নেতা তোফায়েল ভাইর বিকল্প নেই”আবু ছায়েম

মোঃ রাফসান জানি,(ভোলা) প্রতিনিধিঃ

ভোলা ১ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত, আমাদের ভোলাবাসীর সকলের প্রিয় এবং আস্থাভাজন ভোলার রত্ন আধুনিক ভোলার রুপকার ৬৯ এর গনঅভ্যুত্থানে মহা নায়ক, সাবেক ডাকসুর ভিপি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধিতে ঘোষনা করা,মহান নেতা, দক্ষিণ বাংলার জীবন্ত কিংবদন্তি পার্লামেন্টরিয়ান ও প্রবীণ রাজনীতিবিদ, সাবেক দুই বারের শিল্প ও বানিজ্য মন্ত্রী জাতীয় নেতা জনাব তোফায়েল আহমেদ ভাইয়ের বিকল্প নেই।

জনগণের ভোটে এমপি হয়ে তিনি ইতোমধ্যে ভোলার পৌরসভা থেকে শুরু করে সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে যে কাজ করছেন তা সত্যি স্বরণীয়। এরকম বর্ষীয়ান রাজনৈতিক নেতা আমরা ভোলাবাসী আর পাবোনা।

তিনি সারাজীবন আমাদের ভোলার মানুষের জন্য কাজ করছেন, ভোলাবাসীর সবচেয়ে বড় পাওয়া তিনি ভোলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করছেন, যার জলন্ত প্রমাণ সর্বশেষ মোঘার। আল্লাহর রহমতে ভোলার কোন ক্ষতি করতে পারেনি।

আমি যা দেখেছি বিএনপি জামাত জোটের সময়ের এমপিরা কখনো জনগনের ভোটে এমপি হয়ে আসেনি, তাই তারা এমপি হয়েও ভোলার মানুষের জন্য কখনোই কিছু করনি, বরং লুটপাট করে তারা তাদের আখের গুছিয়েছেন। অথচ আমাদের নেতা দীর্ঘ পনেরোটি বছর দিনরাত ভোলার তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের মানুষের জন্য করেছেন।তিনি যে কোন মানুষের নেতা, তার জ্বলন্ত প্রমাণ হলো আমাদের ভোলাবাসীর দীর্ঘ দিনের লালিত স্বপ্ন ভোলা বরিশাল ব্রিজ ( সেতু)। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার কথা ফেলতে না পেরে সর্বশেষ সংসদে অকপটে ভোলা- বরিশাল ব্রিজটি ( সেতু) অতি দ্রুত সময়ের মধ্যে করে দেবেন বলে আসস্ত করেছেন। প্রিয় নেতার কল্যাণে আমাদের ভোলাবাসী দীর্ঘ দিনের লালিত স্বপ্ন অতি দ্রুতই পূরন হতে চলছে বলে আশা করা যায়। এবং প্রিয় নেতা আরো জানান ভোলায় যে পরিমাণ গ্যাস রয়েছে তাদিয়ে ভোলাকে শিল্প নগরী গড়ে তোলা যাবে, তা নিয়েও কাজ করছেন।
এ সমস্ত কথা বলেন ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আবু সায়েম, ভোলা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *