আশিকুর রহমান শান্ত,ভোলা প্রতিনিধি।
ভোলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে ভোলা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ‘সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।
মঙ্গলবার (২ জানুয়ারী) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা। জেলা সমাজসেবার উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগন সহ উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে স্থানীয় হাসপাতালে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে দুস্থ:গরিব রোগী ও অসহায় ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।