
ষ্টাফ রিপোর্টার।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ভোলা-০১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ পক্ষে ব্যাপক প্রচার-প্রচারনায় নেমেছেন পৌরসভার ৭,৮,ও ৯ নং সংরক্ষিত জনপ্রিয় ওয়ার্ড কাউন্সিলর রাজিয়া সুলতানা। মঙ্গলবার (২জানুয়ারী) এই কাউন্সিলরের নেতৃত্বে প্রায় শতাধিক নারী-পুরুষ শহরের ৮ ও ৯ নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লার ঘরে ঘরে নৌকা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদকে ৭ জানুয়ারী ভোটদিতে লিফলেট বিতরন করা হয়। এসময় কাউন্সিলর রাজিয়া সুলতানা পৌরবাসীকে বলেন,ভোলার গণমানুষের হৃদয়ের প্রিয় নেতা তোফায়েল আহমেদকে এমপি হিসেবে নির্বাচিত করলে তার দক্ষ হস্তক্ষেপে অতীতের চাইতে ভোলার পৌর এলাকাগুলোর অসমাপ্ত উন্নয়ন কাজসমূহ আরো সুন্দর ও সমৃদ্ধশালী করে সম্পন্ন করবো ইনশাআল্লাহ। লিফলেট বিতরনকালে তার সাথে সার্বিক সহযোগিতায় ছিলেন, যুবলীগ নেতা স্বপন ও পৌর আ’লীগ নেতা জামাল মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।