ভোলা প্রতিনিধিঃ
ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ৫নং ওয়ার্ডে নিজ বসতঘর ভেঙ্গে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ পাওয়াগেছে।
মোঃ নুরুল ইসলাম জানান, একই বাড়ির মোশারেফ রাস্তার সংলগ্ন আমাদের জমির পাশে ঘর তুলে বসত করে থাকেন।
আমাদের জমি তারা দখল করে পাতার বেড়া দেন, এতে আমরা তাদেরকে কিছুই বলিনি।
এরপরেও তারা নিজ খামখেয়ালিপণায় আমাদের আরো জমি দখল করার চেষ্টা করে।
তাদের এ জুলুমবাজি দেখে আমরা আমাদের জমি থেকে তাদের পাতার বেড়া সরিয়ে দেই।
ঠিক তখনি এলাকার কিছু কুচক্রীদের কুপরামর্শে মোশারেফের স্ত্রী মিনারা ও তার বোন ছলেমান তাদের নিজ বসত ঘর ভেঙ্গে আমাদেরকে ফাঁসাতে ও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার পায়তারা করছে।
এলাকবাসী জানান,মোশারেফের স্ত্রী মিনারা বিচক্ষণ মহিলা যেকোনো সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে।
তার অন্যায়ের বিরুদ্ধে কেহ প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকি দেয়।
এরকম ঘটনা মিনারা পূর্বে আরোও করেছে তাদের সাথে।
এ ব্যাপারে মিনারার বক্তব্য জানতে চাইলে তিনি জানান, আমার ঘর তারাই ভাঙছে।
ভুক্তভোগী নুরুল ইসলাম গংদের পরিবার বিতর্কিত মহিলা মিনারা ও তার স্বামী মোশারেফদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।