
ফয়জুল্লাহ স্বাধীন,ভোলা।
১লা জুলাই শনিবার রাত ৯টায় ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দাই বাড়িতে পরকীয়ায় আসক্ত স্বামী দ্বারা স্ত্রীকে ব্লেড দিয়ে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে।
পরকীয়ায় আসক্ত রিপনের(৩৬)অত্যাচারে দীর্ঘদিন ধরে অসহায় ফরিদা বেগমের(২৬) দিন কাটছে। ভাত-কাপড় থেকে ফরিদা বেগমকে বঞ্চিত করে আরেকটি বিয়ে করে রিপন। এতে ছেলে সন্তান নিয়ে অভাব অনটনের মধ্যে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা-অর্জন করে ফরিদা বেগম। তবে সবকিছু স্বাভাবিক থাকলেও আবারো পরকীয়ায় জড়ায় রিপন, এতে করে স্ত্রী ফরিদা বেগম বাধা দেয়। তারপর কথা কাটাকাটির ছলে ফরিদা বেগমকে হত্যার উদ্দেশ্যে ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করে রিপন। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ভোলা সদর হাসপাতালে ফরিদা বেগমকে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন- রিপন তার মা আলিফা বেগমের(৫৯) সহযোগিতায় একাধিক বিয়ে করে দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে মারধর করে। দুইটি বিয়ে করে আবারো পরকীয়ায় রিপন জড়ালে স্ত্রী ফরিদা বেগম বাধা দেয়। এতেই রিপন ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে ব্লেড দিয়ে রক্তাক্ত করে। আমরা রিপনের সঠিক বিচার চাই।
এ বিষয়ে চরসামাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বর জানায়- রিপন তার স্ত্রী ফরিদা বেগমকে রেখে আরেকটি বিয়ে করে। ফরিদা বেগমকে তাড়ানোর জন্যই এমন অত্যাচার করতেছে। ঘটনাটি থানার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করি।
এ বিষয়ে এসআই ইমাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন ভুক্তভোগীর বাবাকে বলেছি থানায় লিখিত অভিযোগ দিতে, এবং আসামি ধরার জন্য আমরা চেষ্টা করছি।
উল্লেখ্য, ১লা জুলাই রাত থেকে রিপন পলাতক রয়েছে।