স্টাফ রিপোর্টার।
ভোলা সদর উপজেলার ৭২ নং রতনপুর মৌজার ৭নং শিবপুর ৮নং ওয়ার্ডে মজিবল হক কর্তৃক তার দ্বিতীয় ছেলে মোঃ জুয়েলকে ২ শতাংশ জমি ও ছোট ছেলে মোঃ বিল্লালকে ১ শতাংশ জমি দুই ছেলেকে মোট ৩ শতাংশ জমি ১ লক্ষ পয়ত্রিশ হাজার টাকা মুল্যে ৩ই নবেম্বর ২০২১ ইং তারিখে মজিবল হক ছাফ দলিল করে দেন। জমির গ্রহীতা মোঃ জুয়েল জানান, আমার পিতা মজিবল হক ভোলা সদর সাব-রেজিস্ট্রি অফিসে স্ব'শরিরে গিয়ে সেচ্ছায় আমাদের দুই ভায়ের নামে ৩ শতাংশ জমি ১ লক্ষ ৩৫ হাজার টাকা মুল্যে হেবা দলিল প্রদান করেন। যেটা আমাদের গর্ভধারণী মা সাক্ষী রয়েছে। উক্ত জমির খতিয়ান নং এসএ,১৫৯/২০৭ ডিপি নং ১০৩৩ তৌজি নং ৩০ মৌজা ৭২ নং চর রতনপুর। উক্ত জমির চৌহদ্দি হল,উত্তরে মহিউদ্দিন ও ইসমাইল, দক্ষিণে নুরুল ইসলাম,পুর্বে কালু মিয়া, পশ্চিমে বিলকিছ এই মধ্য খানের জমিটি মোঃ জুয়েল ভোগ দখল করিবে। জুয়েল আরো জানান, এরকম কথা আমার পিতা মৃত মজিবল হকের থাকলেও দুঃখের বিষয় আমার বড় ভাই তা মানছে না এবং আমাদেরকে জমি দখল করতে দিচ্ছে না। আমার মাও আমার বাবার কথায় একমত রয়েছেন, বড় ভাই আল আমিন আমাদের উপর জুলুম করছে। আমাদেরকে খুন জখম করার হুমকি দেয় তিনি। এব্যাপারে আল আমিনের বক্তব্য জানতে চাইলে তিনি জানান, আমার বাবা তাদেরকে যদি জমি দলিল করে দিয়া থাকে তাহলে আমার কোন আপত্তি নেই, তবে একটা পয়সালা হওয়া দরকার আমি সময় বুঝে আপনাদেরকে জানাবো। ভুক্তভোগী জুয়েল এলাকার গন্যমাণ্য ও প্রশাসনের কাছে একটি শান্তিপূর্ণ সমাধান দাবী করেন।