ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে-৫ কেজি ২০০ গ্রাম গাজাসহ আটক-২

ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে-৫ কেজি ২০০ গ্রাম গাজাসহ আটক-২

ভোলা প্রতিনিধি।

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়ন হইতে ৫ কেজি ২০০ গ্রাম গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।

০৪/০৯/২০২৩ ইং তারিক দুপুর ১১:৩০ ঘটিকার সময় এস আই (নিঃ)গোলাম মোস্তফা, সংগীয় এএসআই আহসান কবির,কং ৭৭৪ মোঃ জসিম উদ্দীন,কং ৭২৮ মোঃ এমরান,কং মোঃ শাহিন,কং ৫৭৪ মিল্লাত মল্লিকসহ ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা তালতলা লঞ্চ ঘাট থেকে ৫ কেজি ২০০ গ্রাম গাজাসহ ১। মেহেদী মোল্লা (৩১),পিতা-দেলোয়ার মোল্লা , মাতা-কোহিনুর বেগম , সাং-হাওলাদার বাড়ি,৪নং ওয়ার্ড, সাপড়াখালী, ইউনিয়ন বহরবুনিয়া,থানা-মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাটকে ধৃত করেন। ধৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *