চরফ্যাশন ভোলা,প্রতিনিধি।
ভোলা চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার অধ্যক্ষ নজরুল ইসলাম ইউনিয়ন ৪নং ওয়ার্ডের চান মিয়ার ছেলে বখাটে মাঈনুদ্দীনের বিরুদ্ধে এলাকার সাধারন জনতার ওপর নির্যাতনের অভিযোগ পাওয়াগেছে।
একই এলাকার দারুস সালাম নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান জানান, সন্ত্রাসী মাইনুদ্দিন কোনো কারণ ছাড়াই মোঃ নাজিম, মাহমুদ ও ছাত্র ইব্রাহিমকে মেরে এলাকাছাড়া করবে বলে হুমকি দেয়।
অত্র মাদ্রাসার ছাত্র রায়হান জানান, গত ৮ই জুন বিকালে বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার সময় আমাদের পথ রোধ করে মাইনুদ্দিন।
পথ রোধ করে সে, মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে কুরুচি মন্তব্য করেন এবং তাকে মাদ্রাসা থেকে চলে যেতে বলেন।
শিক্ষক মিজানুর যদি তার কথা মত মাদ্রাসা থেকে চলে না যায় তাহলে তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
মাদ্রাসার ছাত্র রায়হান ও জাহিদ জানান,মাইনউদ্দিনের ভয়ে আমরা আতংকিত সে যে কোন সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে।
এমতাবস্থায় আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি যেন, মাইনুউদ্দিনের অত্যাচারের হাত থেকে বেঁচে গিয়ে সুখে শান্তিতে আমরা নিরীহ ছাত্ররা লেখা পড়া করতে পারি।
এলাকাবাসীর পক্ষ থেকে মোঃ আকবর পিতা নুর আলম,সলেমান পিতা নুরুল হক,সাজাহান পিতা আবুল কালাম, ইসমাইল পিতা আমিন মিয়া ফরাজী, মফিজ পিতা রশিদ তারা জানান, মাইনুদ্দিন শুধু ভখাটেই নয়, চরিত্রহীন লম্পট ও সন্ত্রাসী।
এলাকায় সে এমন কোন অপরাধমূলক কর্মকাণ্ড করা বাদ রাখেনি, যেমন বিদেশ প্রবাসীদের স্ত্রীদের মোবাইল নাম্বার কৌশলে হাতিয়ে নিয়ে তাদেরকে মোবাইলে কুপ্রস্তাব দেয় লম্পট মাইনুউদ্দিন।
মাইনুউদ্দিনের প্রস্তাবে তারা রাজি না হলে একই এলাকার নিরীহ ছেলেদেরকে জড়িয়ে কুচক্রী মাইউদ্দিন কুৎসা রটিয়ে তার ফায়দা হাসিল করে।
পরে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন বিষয়টি সমাধান করে দিবেন বলে।
এভাবে এলাকার সাধারণ মানুষদের হয়রানি ও মানহানি করতে থাকেন তিনি।
রাতের আধারে একই এলাকার বিদেশ প্রবাসী মোর্শেদের ঘরে আগুল লাগিয়ে পালিয়ে যায় এই সন্ত্রাসী মাইনুউদ্দিন।
এবিষয়ে ভোলা জজকোর্টে তার বিরুদ্ধে মামলা রয়েছে।নারী কেলেংকারীর ও মামলা রয়েছে তার বিরুদ্ধে। এর পরেও ক্ষান্ত হয়নি তার অপরাধের স্টীম রোলার।
দিন দিন বেড়েই চলেছে তার অপরাধ মুলক কর্মকাণ্ড।
এব্যপারে মাইনুউদ্দিনে বক্তব্য জানতে গিয়ে এলাকায় তাকে খুজে পাওয়া যায়নি।
ভুক্তভোগি এলাকার সাধারন জনতা সন্ত্রাসী মাইনুউদ্দিনের অত্যাচারের হাত থেকে বাচার জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।