
বিশেষ প্রতিনিধি, আলমগীর হোসেনঃ
ভোলা চরফ্যাসন মহাসড়কে বাস অটোরিকশার মূখোমূখি সংঘর্ষে ২ কলেজ শিক্ষার্থীসহ ৪ জন নিহত হয়েছে। নিহতরা হলেন, রিমা আক্তার (১৭), শিখা বেগম (১৮), মাংস ব্যবসায়ী মোঃ আবুল কালাম (২৫) ও নিহত অটোচালকের নাম জানা য়ায়নি। নিহত শিক্ষার্থীরা ভোলা বাংবাজার হালিমা খাতুন কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। তাদের বাড়ি ওই এলাকায় বলে জানা গেছে।
১৭ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় ওতরদ্দি নামক স্থানে এ দূর্ঘটনার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, অটোরিকসা চালক যাত্রী নিয়ে বাংলাবাজার যাচ্ছিলো। এসময় ভোলা থেকে চরফ্যাসনগামী একটি দ্রুতগামী বাস অটোরিকশাটিকে সামনের দিক থেকে এসে চাপা দেয়। বাসের ধাক্কায় মূহুর্তের মধ্যে অটোরিকশাটি দুমড়েমুচরে যায়। এসময় বাসের চাকায় পিষ্ট হয়ে দুই কলেজ শিক্ষার্থীসহ ৩ জন ঘটনা স্থলেই নিহত হয়। স্থানিয়রা অটোরিকসা চালককে উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তবে অটোরিকসা চালকের নাম জানা যায়নি।
নিহত শিক্ষার্থীদের পরিবাররা জানায়, আজ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্টান উদযাপনের জন্য ওই দুই শিক্ষার্থী অটোরিকশা ভাড়া করে কলেজে যাচ্ছিলো। এঘটনায় বাস চালককে আটক করা হয়েছে।
ঘটনার পরপর ভোলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনার আইনি ব্যাবস্থা নেয়া হচ্ছে।