সাদিয়া আফরিন,স্টাফ রিপোর্টার।
দৌলতখান উপজেলার দক্ষিন জয়নগর ৭নং ওয়ার্ডের প্রতিবন্ধী বৃদ্ধা হালিমা বেগমের দুর্দশা পাচ্ছেনা সরকারী কোন ভাতা,অনুদান ও সহায়তা।
শারীরিক প্রতিবন্ধী হালিমা বেগমের এক হাত ও এক পা সম্পূর্ণ বিকলঙ্গ। তিনি হাঁটতে চলতে পারছেনা না।
তাকে দেখার মত কেউ নেই। স্বামীর মৃত্যুর পর থেকে তার দুর্দশা আরো বেড়ে যায়।
তার সাথে যোগাযোগ করলে জানাযায়,প্রতিবন্ধী ও বিধবা হওয়া সত্ত্বেও তিনি কোন সরকারি ভাতা ও সহায়তা পাচ্ছেন না। তার অভিযোগ স্থানীয় মেম্বারের কাছে কয়েকবার গিয়েও তিনি প্রতিবন্ধী ভাতার কোন সুবিধা পাননি। তাই অতি অভাবে দুঃখে কষ্টে জীবন চলছে প্রতিবন্ধি বিধবা হালিমা বেগমের । তাই তিনি প্রত্যাশা করছেন যে স্থানীয় এমপি ও প্রশাসন তাকে যেন সরকারী যে কোন সহায়তা করলে তিনি কিছুটা হলেও সস্তিতে জীবন যাপন করতে পারেন।