
স্টাফ রিপোর্টার,আলমগীর হোসেন।
ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ১নং ওয়ার্ড ব্যাংকেরহাট সংলগ্ন দক্ষিণ পার্শ্বে লিটন,ভাংরি মালের ব্যবসার অন্তরালে করছে মাদকের ব্যবসা।
এলাকাবাসী অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে লিটন এলাকার বিভিন্ন চোর কারবারীদের সাথে সখ্যতা তৈরি করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন সরঞ্জামসহ বিদ্যুৎ-এর বিভিন্ন তার ট্রান্সফর্মা অল্প টাকায় ক্রয় করে সে মোটা অংকের টাকার বিনিময়ে বিক্রি করে থাকেন।
অবৈধ ব্যবসা করে সে এখন আঙ্গুল ফুলে কলাগাছ।
এলাকাবাসী আরো জানান, লিটন নিজে চোড়াই মালের ব্যবসা করেন এবং তার স্ত্রীকে দিয়ে মাদকের ব্যবসা করিয়ে থাকেন।
তার বাড়িতে দৈনিক শত শত যুবক আসা-যাওয়া করেন মূলত ওই যুবকরাই তার স্ত্রীর মাদকের কাস্টমার।
লিটন ও তার স্ত্রীর এসব অপকর্মের কারনে এলাকার যুব সমাজ দিন দিন ধ্বংশের দিকে ধাবিত হচ্ছে।
এব্যাপারে লিটন ও তার স্ত্রীর কাছে জানতে চাইলে তারা জানান,আমরা ভাংরি মালের ব্যাবসা করে থাকি তবে চোড়াই মাল ও মাদকের ব্যাবসা করিনা,
এলাকার লোকজন আমাদের নামে মিথ্যা বলছে।
এলাবাসী প্রশাসনের কাছে লিটন ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়ার জন্য জোরদাবী জানান।