
আশিকুর রহমান শান্ত, ভোলা।
ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। আইন অমান্য করে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর দায়ে ৫টি ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা করেছেন ।
মঙ্গলবার (৪ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত) ২০১৯ এর ধারা ৫ ও ৬ লংঘন করার অপরাধে উক্ত আইনের ১৫ ধারা মোতাবেক, পশ্চিম ইলিশা ইউনিয়নে অবস্থিত নুরুল ইসলাম এর মালিকাধীন মেসার্স রুপালী ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা, একই এলাকায় অবস্থিত আব্দুল খালেক এর মালিকানাধীন মেসার্স ফাইভ স্টার ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা, চর জাঙ্গালিয়ায় অবস্থিত মেসার্স পান্না ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা, পশ্চিম চরপাতায় অবস্থিত মোঃ নাইম এর মালিকানাধীন মেসার্স বাঘা ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা ও ভেলুমিয়া ইউনিয়নের গাছালির মোড়ে অবস্থিত মেসার্স গাজী ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
এ সকল ইটভাটার স-মিল ধংস, ট্রাক্টরের কাঁচা ইট ধংস এবং ফায়ার সার্ভিসের পাম্প মেশিন দ্বারা ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে সকল কাঁচা ইট ধংস করা হয়। এ ছাড়াও মেসার্স সাইমুন ব্রিকস ও মেসার্স প্রাইম ব্রিকস এর কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশনা প্রদান করেন ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব প্রদান করেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের হেড অফিসের মনিটরিং এন্ড এফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন।
সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলা অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা করেন ভোলা সদর মডেল থানা পুলিশেরর একটি টিম, কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর একটি দল এবং পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।