ভোলায় মাদক ব্যবসায়ী কর্তৃক সন্ত্রাসী হামলায় আহত- ৪

ফাতেমা খানম (ভোলা)

ভোলা পৌর-সভা কালী বাড়ীর রোড ভদ্র-পাড়া ৩নং ওয়ার্ডে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৪ জন আহত হন। আহতরা হলেন আবদুস সাত্তারের ছেলে বিল্লাল,যায়েদ,বিল্লালের স্ত্রী রুজিনা আক্তার ও তার বৃদ্ধ মা (৬৫)। মোঃ যায়েদ জানান, ১৮ জুন রবিবার সকাল আনুমানিক ৮ টার সময় একই এলাকার সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও সেবনকারী আলাউদ্দিন ও সালাউদ্দিন, প্রতিনিয়ত অত্র এলাকায় মাদকের ব্যবসা ও তারা সেবন করে থাকেন। এনিয়ে আমার ভাই বিল্লালের সাথে আলাউদ্দিন ও সালাউদ্দিনের কথার বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায় সন্ত্রাসী আলাউদ্দিন ও সালাউদ্দিন বিল্লালের উপর অতর্কিত হামলা করেন। বিল্লালের ডাকচিৎকার শুনে আমি ও বিল্লালের স্ত্রী রুজিনা এবং আমার বৃদ্ধ মা ঘটনাস্থলে গেলে আমাদেরকেও উক্ত সন্ত্রাসীরা পিটিয়ে আহত করেন।এলাকার লোকজন ঘটনাস্থল থেকে আমাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এবিষয়ে বিল্লাল নিজে বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। এলাকাবাসী জানান,আলাউদ্দিন ও সালাউদ্দিন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা ও তারা নিজেরাও মাদক সেবন করে থাকেন। অযথাই তারা এলাকার সাধারন মানুষের সাথে বিভিন্ন সময় বিরোধ করে আসছেন। তাদের এ অন্যায় মুলুক কর্মকান্ডের জন্য ভয়ে এলাকার কেহ কিছু বলতে পারছে না। তাদের কারনে অত্র এলাকার যুব সমাজ দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। আমরা প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে বিচার দাবী করি। এব্যাপারে আলাউদ্দিন ও সালাউদ্দিনের বক্তব্য জানার জন্য এলাকায় গিয়ে তাদের কাউকে খুজে পাওয়া যায়নি। তবে ভুক্তভোগি বিল্লাল গংদের অসহায় পরিবার সন্ত্রাসী আলাউদ্দিন ও সালাউদ্দিনের সন্ত্রাসী কর্মকাণ্ডের হাত থেকে বাচার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *