
মোঃ রাফসান জানি,ভোলা জেলা প্রতিনিধি।
বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায়
“মুজিব একটি জাতির রুপকার” সিনেমাটি গত শুক্রবার (১৩ অক্টোবর) ১৫৩ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। তারি ধারাবাহিকতায় ভোলার ঐতিহ্যবাহী রূপসী সিনেমা হলে একযোগে মুক্তি পায় সিনেমাটি।৩ টি শোতে সিনেমাটি দেখানো হয়। সময় দুপুর ১২ ট ৩০ মিনিট থেকে শুরু করে বিকেল ৩ টা,বিকেল ৩ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬ টা,সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট থেকে শুরু করে রাত ৯ টা পর্যন্ত। সিনেমাটি দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড় থাকে ৩ টি শোতে।
৬৯ এর গনঅভ্যুত্থানে মহান, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী,
ভোলা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয়,সিনেমাটি উপভোগ করার জন্য তার পরিবার ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রূপসী সিনেমা হলে সিনেমাটি দেখতে যান,রবিবার
(১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকার সময়। সিনেমাটি দেখার শেষে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির সচিব ছিলেন এবং বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন।
তোফায়েল আহমেদ “গণ সংবাদ ” কে জানান বঙ্গবন্ধু ছিলেন অন্যায়ের সাথে আপোষহীন নেতা।বাঙালি ছিল পাকিস্তানিদের কাছে অবহেলিত জনগোষ্ঠী, সুযোগ সুবিধা এবং অধিকার বঞ্চিত মানুষ। সেই অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধু সংগ্রাম করে গেছেন সারাটি জীবন,আমি কাছ থেকে দেখেছি এই মানুষটিকে। আমাকে খুব স্নেহ করতেন ও ভালোবাসতেন এবং তার হাত ধরেই আমার রাজনীতি।তার জীবনের ইতিহাস অনেক দীর্ঘ যা এই আড়াই ঘন্টা তিন ঘণ্টায় শেষ হবার নয়।তাই আমি এ প্রজন্মকে বলব “মুজিব একটি জাতির রূপকার” সিনেমাটি দেখার জন্য, সত্যিকারী একজন মানুষ চেনার জন্য,বাংলাদেশের সত্যিকারী ইতিহাস জানার জন্য, হলে এসে এই সিনেমাটি দেখতে হবে। সবাইকে আমি আহ্বান করব ” মুজিব একটি জাতির রুপকার ” সিনেমাটি দেখে বাংলাদেশের সত্যিকারের ইতিহাস জানুন।