স্টাফ রিপোর্টারঃ
ভোলায় স্ত্রী ও শশুরের পরিবারের অত্যাচারে অতিষ্ঠ মিলন জানান, আমি লেচপাতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা। আমি কয়েক বছর আগে উত্তর দিঘলদী ইউনিয়নের মোঃ নূরে আলম তালুকদারের মেয়ে, নাসিমাকে বিয়ে করি।বিয়ের পর থেকেই আমার স্ত্রী নাসিমা আমাকে বিভিন্নভাবে অত্যাচার করতে থাকে। আমি যখন নিজের নামে কিছু পরিমাণ জমি ক্রয় করি। সেই জমি আমার স্ত্রী,র নামে না দেওয়ার কারণে, আমার স্ত্রী আমার উপর আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায়।ক্ষিপ্ত হয়ে আমাকে আরো বেশি শারীরিক নির্যাতন করতে থাকেন।
এই বিষয়গুলো আমার মা দেখে আমার স্ত্রীকে বাধা দিতে গেলে, তখন আমার স্ত্রী আমার মায়ের উপর ক্ষিপ্ত হয়ে আমার বয়স্ক মা,কে ও শারীরিক নির্যাতন করে। আমার স্ত্রী নাহিমা শুধু আমাকে আর আমার বয়স্ক মায়ের উপর নির্যাতন করে শান্ত হয়নি ।
আমার প্রতিবন্ধী বোনকে ও নির্যাতন করে আমার স্ত্রী নাছিমা,
কিছুদিন পূর্বে নাসিমার ভাই অর্থাৎ আমার শালা জাকির, মাকসুদসহ, বেশ কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আনুমানিক রাত ২ টার সময় আমার বসত ঘরে এসে, আমাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করে, পরে আমি কোন মতে তাদের হাট থেকে আমার জীবন বাঁচায়।
মিলন আরও বলেন, গত একমাস হয় আমার স্ত্রী নাসিমা, আমার ঘরে থাকা নগদ আড়াই লক্ষ টাকা, স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়, এবং আমার ঘরের সমস্ত আসবাবপত্র পাশের এক বাড়িতে রেখে কোথায় যেন পালিয়ে যায়, এখনো তাকে খুজে পাওয়া যায়নি।
এই বিষয়ে আমি প্রশাসনের কাছে, আমার অত্যাচারী স্ত্রী নাসিমা সহ আমার শ্বশুরের পরিবারের জড়িত সকলের বিরুদ্ধে, বিচার দাবি জানান।