ভোলার একাধিক মামলার আসামি সন্ত্রাসী”চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মামুন গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর পক্ষিয়া ৩ নং ওয়ার্ডের একাধিক মামলার আসামি সন্ত্রাসী’ চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী মামুনকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ভোলার ডিবি পুলিশ।
একই এলাকার ভুক্তভোগী আমিনুল ইসলাম জানান,সন্ত্রাসী মামুন ও তার সহকর্মী জসিম এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজি ও মাদকের ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করেন।

তাদের বিরুদ্ধে এলাকার ভুক্তভোগী সাধারণ জনতা মামলা করেন।
আমার কাছেও উক্ত চাঁদাবাজরা ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন, আমি তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অপারগতা স্বীকার করলে তারা আমাকে শারীরিক নির্যাতন করেন।

আমার দৌলতখান রাস্তার মাথায় থাকা মানবাধিকারের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান তারা ভেঙ্গে ফেলে এবং আমার বোনকে শারিরিক নির্যাতন করে শ্লীলতাহনির চেষ্টা করেন,আমাকে হত্যা করার হুমকি দেয় তারা।

তাদের ভয়ে আমি পরিবার-পরিজন রেখে জীবনকে বাচানোর তাগিদে পালিয়ে বেড়াচ্ছি।


গত ২০ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে উক্ত সন্ত্রাসী মামুনকে গ্রেফতার করেছে ভোলার ডিবি পুলিশ।

মামুনের সহকর্মী জসিম পলাতক।
আমি লোক মারফৎ জানতে পারলাম মামুন জেল হাজত থেকে জামিনে হতে পারলে আমাকে প্রানে মেরে ফেলবে।

এমতাবস্থায় ভুক্তভোগি আমিনুল ইসলামসহ এলাকার সাধারন জনতা,সন্ত্রাসী মামুন ও জসিমের অত্যাচারের হাত থেকে বাচার জন্য প্রশাসনের সু’দৃষ্টি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *