ভোলার গ্রামে ভূমিকর্তার বাড়ীতে লুটের পর সাবুবাহিনী ফের বেপরোয়া

ষ্টাফ রিপোর্টার➤

ভোলার দৌলতখাঁন উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা জিয়াউদ্দিন মাহমুদ আজাদ’র বসতবাড়ীতে গত (৬ই’ মে) শনিবার সন্ত্রাসীদের হামলা ও লুটতরাজের ঘটনার পর পরিস্থিতি এখনো শান্ত হয়নি। ভূমিদস্যুপনা ও সন্ত্রাসকর্মে অভিযুক্ত সাহাবুদ্দিন সাবু ও তার সঙ্গীয় মহিউদ্দিন কামালসহ অস্ত্রধারী ক্যাডাররা সেখানে ফের বেপরোয়া হয়ে উঠেছেন বলে বাড়ী মালিক জিয়াউদ্দিন আজাদ অভিযোগ করেছেন। তিনি গণমাধ্যমকে জানান,গত শনিবার এসব সন্ত্রসীরা তাকে,তার স্ত্রী লাইজু বেগম,ভাতিজি রেহানা পারভীন ও নাতি দূর্লভ মাহমুদ’র উপর অতর্কিত হামলা করেও খ্যান্ত হননি। তিনি বলেন,ওইদিন হামলায় গুরুতর আহত হয়ে আমি ভোলা’র একটি প্রাইভেট ক্লিনিকে আমার স্ত্রীসহ প্রাথমিক চিকিৎসা নিয়ে শারীরীক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চলে যাই। সাবু বাহিনীর হামলার শিকার জিয়াউদ্দিন আরো জানান,ভোলায় তার পরিবারের সদস্যদের অনুপস্থিতির খবর পেয়ে সাহাবুদ্দিন সাবু তার গুন্ডাবাহিনী নিয়ে বুধবার (১০ই’মে) তার দৌলতখাঁন উত্তরজয়নগরের বাড়ীতে গিয়ে ফের স্বশস্ত্র মহড়া চালায়। সেখানে বসবাসরত তার ভাই-ভাতিজিসহ পরিবারের অন্যান্যদের হুমকি-ধামকি দিতে থাকেন।
এদিকে ভূমিমালিক জিয়াউদ্দিনের বসতবাড়ীতে হামলা,ভাংচুর ও তান্ডবলীলার ঘটনা ঘটিয়ে সন্ত্রাসকর্ম থেকে নিজেকে রক্ষা করতে মতলববাঁজ সাহাবুদ্দিন সাবু উল্টো ভিক্টিমের বিরুদ্ধে দৌলতখাঁন থানায় একটি মিথ্যা,কাল্পনিক ও স্ব-রচিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান জিয়াউদ্দিন মিয়া। তিনি অভিযোগ করেন,থানায় জমা দেয়া ওই অভিযোগখানাকেই মামলা হিসেবে উল্লেখ করে দূর্বৃত্তপ্রধান সাহাবুদ্দিম সাবু তার নিকটতম এক আত্নীয়ের অনুনোমুদিত একটি অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে কু-রুচিপূর্ন,মানহানিকর,অশালিন সাজানো গল্প প্রকাশ করেছেন। যেটি উদ্দেশ্যপ্রণোদিত,কাল্পনিক ও একপেশী পক্ষপাততুষ্ট সংবাদ।যেখানে আমার সাথে যোগাযোগ না করে কিম্বা আমার কোনোপ্রকার আত্নপক্ষমূলক বক্তব্য না দিয়েই শক্রুতামূলক এ সংবাদটি প্রকাশ করা হয়েছে। যা সাইবার অপরাধের সামিল। ওই সংবাদটিতে সাহাবুদ্দিন সাবু কর্তৃক থানায় দেয়া লিখিত কাগজখানাকে মামলা বলে উল্লেখ করে মিথ্যাচার করা হয়েছে এবং সন্ত্রাসকর্মে জড়িত সাবু ও তার বাহিনীকে রক্ষার জন্য প্রকৃত ঘটনা আড়াল করতে উল্টো ভিক্টিমকেই দোষী সাব্যস্ত করে তাকে সামাজিকভাবে হে-য়ো প্রতিপন্ন করা হয়েছে বলে গণমাধ্যমের কাছে অভিযোগ তুলেছেন বাড়ীর মালিক জিয়াউদ্দিন মাহমুদ আজাদ। সাজানো ও ষড়যন্ত্রমূলক এমন মিথ্যাচারটাইপের সংবাদ প্রকাশের সাথে জড়িত ওই অনলাইনপোর্টাল সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
ওদিকে গত (৬ই’মে’) শনিবার উত্তর জয়নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড’র জয়নগর গ্রামের বাসিন্দা জিয়াউদ্দিন মিয়ার বসতবাড়ীতে সাবু ও তার লোকজন কর্তৃক হামলার বিষয়ে কথা হয় দৌলতখাঁন থানার ওসি জাকির হোসেন’র সাথে। তিনি গণমাধ্যমকে জানান,একপক্ষ’র একটি অভিযোগ পেয়েছি। যেটির তদন্ত চলছে। তবে এ বিষয়ে কোনোপ্রকার মামলা হয়নি বলে জানান তিনি।
উল্লেখ্য,জমিজমা বিরোধের জের ধরে গত ৬ই’মে শনিবার সন্ধ্যায় জয়নগর গ্রামে অবস্থিত ভূমিকর্মর্তা জিয়াউদ্দিন মাহমুদ আজাদ’র বসতবাড়ীতে তার সৎভাই সাহাবুদ্দিন সাবু ও অপর সঙ্গীয় মহিউদ্দিন কামালসহ ৭/৮জনের একদল অস্ত্রধারী দূর্বৃত্ত হামলা,ভাংচুর এবং ব্যাপক লুটপাটের ঘটনা ঘটায়। তারা জিয়াউদ্দিন মিয়ার বসতঘরের মালামাল এমনকি টিনের বেড়া,পালা-কিলা পর্যন্ত খুলে লুটপাট করে নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রকে অবহিত করা হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভিক্টিম জিয়াউদ্দিন মিয়া জানান,এসব সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে তিনি স্ত্রী’সহ চিকিৎসার জন্য ঢাকায় যাওয়াতে এঘটনায় এখনো মামলা করেননি। সূস্থ্য হয়ে ভোলায় ফিরেই তিনি জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। বর্তমানে এসব সন্ত্রাসীদের হামলা,তান্ডব ও নৈরাজ্যকর জঘণ্যতার শিকার ওই বাড়ীতে বসবাসরত জিয়াউদ্দিন মিয়ার অন্যান্য ভাই-ভাতিজিসহ পরিবারের অপর সদস্যরা এখন চরম আতঙ্ক, উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যে আছেন বলে বাড়ী লোকেরা জানিয়েছেন। অপরদিকে জমিজমা বিরোধ নিয়ে পরপর এসব অপরাধমূলক ঘটনার বিষয়ে কথা হয় অভিযুক্ত সাহাবুদ্দিন সাবু ও সহযোগী মহিউদ্দিন কামালের সাথে। তারা বলেন,আমরা ষড়যন্ত্র’র শিকার। এসব সন্ত্রাসী ঘটনার সাথে তারা সম্পৃক্ত নয় বলে দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *