ভোলার চরফ্যাশনে শীতকালীন সবজি শশা’র বাম্পার ফলন

ভোলার চরফ্যাশনে শীতকালীন সবজি শশা’র বাম্পার ফলন

মোঃ ফরিদউদ্দিন,বিশেষ প্রতিনিধি।

ভোলা জেলা’র চরফ্যাশনে কম বেশি বার মাসেই চাষ হয়, সবজি ” শশা ” খরচের তুলনায় অধিক ফলন হওয়ায় শশা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। বর্তমানে এই সবজির বাজার মূল্য বেশি হওয়ায় লাভবান হচ্ছে চাষীরা। চরফ্যাশন উপজেলার কৃষি অফিসার জানায়,এই উপজেলায় প্রায় সাত হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষের পাশাপাশি শশাও হয় ব্যাপকহারে।চরফ্যাশনের বিভিন্ন চরাঞ্চলে ঘুরে চাষীদের সাথে আলাপকালে তারা জানান,প্রতি বছরের তুলনায় এবছর শশা চাষে আমরা প্রায় চার গুন লাভে আছি।প্রতি কেজি শশা ৩০ থেকে ৩৫ টাকা করে পাইকারী বিক্রি হচ্ছে। আবহাওয়া ভাল ও বাজার মূল্য বেশি হওয়ায় শশা চাষে লাভ ভাল হবে।উপজেলার কৃষি কর্মকর্তা আবু হাসনাইন বলেন,প্রতি বছর এ উপজেলায় শীতকালীন মৌসুমে সবজি উৎপাদনে আগ্রহে এ অঞ্চলের বিস্তৃর্ণ এলাকাজুড়ে ফসলি জমিতে শশা চাষ করেন কৃষকেরা।বিগত বছরের তুলনায় এবছর শশার দাম বেশি হওয়ায় খুশি কৃষকেরা।

ভোলার চরফ্যাশনে শীতকালীন সবজি শশা’র বাম্পার ফলন।

মোঃ ফরিদ উদ্দিন ভ্রাম্যমান প্রতিনিধি ভোলা।

ভোলা জেলা’র চরফ্যাশনে কম বেশি বার মাসেই চাষ হয়, সবজি ” শশা ” খরচের তুলনায় অধিক ফলন হওয়ায় শশা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

বর্তমানে এই সবজির বাজার মূল্য বেশি হওয়ায় লাভবান হচ্ছে চাষীরা। চরফ্যাশন উপজেলার কৃষি অফিসার জানায়,এই উপজেলায় প্রায় সাত হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষের পাশাপাশি শশাও হয় ব্যাপকহারে।

চরফ্যাশনের বিভিন্ন চরাঞ্চলে ঘুরে চাষীদের সাথে আলাপকালে তারা জানান,প্রতি বছরের তুলনায় এবছর শশা চাষে আমরা প্রায় চার গুন লাভে আছি।

প্রতি কেজি শশা ৩০ থেকে ৩৫ টাকা করে পাইকারী বিক্রি হচ্ছে। আবহাওয়া ভাল ও বাজার মূল্য বেশি হওয়ায় শশা চাষে লাভ ভাল হবে।

উপজেলার কৃষি কর্মকর্তা আবু হাসনাইন বলেন,প্রতি বছর এ উপজেলায় শীতকালীন মৌসুমে সবজি উৎপাদনে আগ্রহে এ অঞ্চলের বিস্তৃর্ণ এলাকাজুড়ে ফসলি জমিতে শশা চাষ করেন কৃষকেরা।

বিগত বছরের তুলনায় এবছর শশার দাম বেশি হওয়ায় খুশি কৃষকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *