ভোলার তরুণ ও নবাগত নায়ক রুবেল গ্যাংস্টার রকি সিনেমার হিরো হিসেবে সুযোগ পেয়েছেন

ভোলার তরুণ ও নবাগত নায়ক রুবেল গ্যাংস্টার রকি সিনেমার হিরো হিসেবে সুযোগ পেয়েছেন

চিত্র জগতের,ডেক্স রিপোর্টঃ

ভোলার তরুণ নায়ক নির্মাতা এইচ ডি রুবেল সিনেমাটির অনুমোদন পেয়েছেন সিনেমার নাম গ্যাংস্টার রকি রিমু ফিল্ম প্রোডাকশনের ব্যানারে এবার নতুন সিনেমার ঘোষণা দিলেন তরুণ নির্মাতা এইচ ডি রুবেল হাসান জানা গেছে সিনেমাটির নাম গ্যাংস্টার রকি, সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন নবাগত হিরো আর এইচ রাজ সিনেমাটির মহরতের কাজ চলতি মাসে শেষ হবে।
পরিচালক এইচ ডি রুবেল বলেন গ্যাংস্টার রকি একটি কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম,সিনেমাটি সম্পূর্ণ অ্যাকশন নিয়ে তৈরি হবে, তিনি আরো বলেন আমাদের এ সিনেমার গল্পটি সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করা আমাদের এই গল্পে বর্তমান সমাজের অনেক দিক ফুটে উঠবে পরিচালক এইচ ডি রুবেলকে গল্পের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন এখন বর্তমানে গল্পটির কিছুই বলা যাবে না, তবে আমার এই সিনেমাটি বাংলাদেশের ৬৪ জেলার কাহিনী নিয়ে মেকিং করা আমার এই গল্পে বাংলাদেশের ৬৪ জেলার কিছু অন্ধকার জগতের মানুষের চরিত্র তুলে ধরা হয়েছে।
আশা করি আমার এই সিনেমায় আমি বাংলাদেশের দর্শকদের নতুন কিছু উপহার দিব এবং তিনি আরো বলেন আমি এই সিনেমাটা সাউথ ইন্ডাস্টির সাথে মিল রেখে তৈরি করতে চাই, আমার এই সিনেমায় হিরো হিসেবে অভিনয় করবেন নবাগত হিরো আর এস রাজ এবং অন্যান্য চরিত্রে যাদেরকে আমরা রাখবো সবার সাথে এখনো অফিশিয়ালি কোন মিটিং হয়নি। সিনেমাটি প্রযোজনা করবে রিমুভ ফিল্ম প্রোডাকশন এবং আফনান বাবু

তবে আমরা তথ্য সংগ্রহের মাধ্যমে জানতে পেরেছি এ সিনেমাতে নবাগত হিরোর পাশাপাশি আরো একজন হিরো থাকবে এবং বাংলাদেশের সুপরিচিত অভিনেতা আমিন খান কে ভিলেন হিসেবে নেওয়ার কথা চলছে এর সাথে চিত্রনায়িকা মৌসুমী এবং বর্তমান সময়ের তরুণ নায়িকা দিঘি, সাংকো পাঞ্জা, রহিম শেখ সহ অনেককে কাস্টিং করবেন বলে শোনা যাচ্ছে।
তবে পরিচালক এ বিষয়ে এখনো আমাদের কিছু বলেননি,তবে খুব শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে সব জানাবেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *