মোঃ ফরিদ উদ্দিন, আজকের দেশবাণী।
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা'র ডাকাতি মামলার পলাতক আসামীকে প্রায় ১০ বছর পর গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।গত বুধবার জেলার মনপুরা থানার কলাতলী নামক এলাকার আবাসন থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেনের দিক নির্দেশনায় ও সার্বিক তত্বাবধানে বুধবার বিকাল সাড়ে ৪ টার সময় সাজাপ্রাপ্ত পলাতক আসামী দক্ষিণ আইচা থানাধীন ঢালচর ইউনিয়নের মোঃ কাঞ্চন মাঝির ছেলে মোঃ শাহাবুদ্দিন (৫০) কে গ্রেফতার করা হয়।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন বলেন,এস আই মোঃ জুলহাস ও সঙ্গীয় ফোর্স,এ এস আই শাশীম অভিযান চালিয়ে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহাবুদ্দিনকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরন করা হবে।