বিশেষ প্রতিনিধিঃ
ভোলা জেলা'র দক্ষিণ আইচায়,সারাদেশে বিএনপি,জামাতের সন্ত্রাস,নৈরাজ্যের বিরুদ্ধে অদ্য বিকাল ৫ টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে,মিছিলে মুখরিত দক্ষিন আইচার আকাশ বাতাস,সন্ত্রাস,নৈরাজ্যকারী দালালেরা হুশিয়ার সাবধান।
দেশে আজ কি ভয়ংকর,কি সন্ত্রাস!
দিনে দিনে বদলে যাচ্ছে যুগের বাতাস।
ধীরে ধীরে ধেয়ে আসছে সন্ত্রাস,সর্বনাশ,একটু ভেবে দেখুনতো দেশের অবস্থা আজ ?
যখন তখন বোমা ফেলে,পোড়ায় সম্পদ,নৃশংসতায় গলা কেটে শেষ করে মানবতা।
রণক্ষেত্রের শ্রেষ্ঠ বীর,কাঁপিয়ে দেও তরবারি,স্তম্ভিত হোক বিএনপি,জামাতের সন্ত্রাসী কর্মযজ্ঞ।
অত্র বিক্ষোভ মিছিলে দক্ষিণ আইচা যুবলীগের আহ্বায়ক মোঃ আক্তার হোসেন বাবুল,মোঃ রুহুল আমিন(সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চরফ্যাশন উপজেলা সদস্য ),যুগ্ন আহ্বায়ক মোঃ আশ্রাফ উদ্দিন সবুজ মুন্সি সভাপতিঃ দক্ষিণ আইচা প্রেসক্লাব,মোঃ মহিউদ্দিন বিল্পব,যুবলীগ নেতা মোঃ নাসির উদ্দীন আরিফ মাষ্টার,মোঃহারুন মাষ্টার,মোঃগিয়াস উদ্দিন সাগর ইউপি সদস্য,মোঃজামাল উদ্দিন মেম্বার,মোঃ ফারুক মেম্বার ৩ নং ওয়ার্ড সহ দক্ষিণ আইচা থানা যুবলীগের নের্তৃবৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ,সাংবাদিক বৃন্দ।