নিজস্ব প্রতিবেদক।
ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পুর্বক জমি থেকে ধান কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে ।
জমির মালিক শাহানুর বেগম জানান,দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সৈয়দ মাল,নান্নু মাল,ছিদ্দিক মাল,ফারুক, হারুন ও জসিম গংদের সাথে ১৮ শতাংশ জমি নিয়ে তাদের বিরোধ চলে আসছে। এ নিয়ে ভোলা সদর সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা করেন শাহানুর গং। মামলা নং দেওয়ানী ৩৬/২১। ওই মামলায় বিবাদীদের বিরুদ্ধে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করেন। এখন পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে ১৬ / ডিসেম্বর সকালে বিবাদীরা লাঠিয়াল বাহিনী নিয়ে ওই জমির সম্পুর্ণ ধান কেটে নিয়ে যায়। এসময় তাদেরকে বাধা দিলে বিবাদীগন শাহানুর গংদের ধাওয়া করে। তারা কোন রকম ভাবে চলে আসে।
ভুক্তভোগী শাহানুর গং বিবাদীদের বিরুদ্ধে জরুরী ব্যবস্থা নিতে আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন।