মোঃ ফরিদ উদ্দিন, ভ্রাম্যমান প্রতিনিধি।
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত হয়েছেন। রোববার (৫ ডিসেম্বর) ভোরে দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন চর-কুকরি মুকরিতে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের মধ্যে একজনের বয়স ৩০ ও অপরজনের ৩৫ বছর বলে অনুমান করা হচ্ছে। এ সময় ১নলা বন্দুক=১টি, সুটার গান =২টি, পাইপ গান=১টি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো.রাজিব রায়হান ও দক্ষিন আইচা থানার অফিসার ইনচার্জ মোঃসাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর কুকরি মুকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাবুগঞ্জ গ্রামে জাইল্লা খালের পাশে র্যাব সদস্যরা অভিযান চালালে জলদস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছোড়ে, এতে দুই জলদস্যু নিহত হন।
এ বিষয়ে র্যাব -৮ এর ডি এ ডি এনামুল হক বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় ২টি মামলা দায়ের করেন ১টি হত্যা মামলা ও ১টি অস্র মামলা ।
এদিকে বন্দুকযুদ্ধে নিহত জলদস্যুদের মরদেহ রবিবার (৫ নভেম্বর) সকালে দক্ষিণ আইচা থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।