ভোলার পশ্চিম ইলিশায় জার্সি বদল করে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাস,লুটপাটের অভিযোগ

ষ্টাফ রিপোর্টার।


জেলা সদর ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নে এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাস ও লুটপাটের অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা হুক্কু বেপারীর গুনধর পুত্র সালাউদ্দিন বেপারীর বিরুদ্ধে এমন অভিযোগ এনে স্থানীয়রা তার কবল থেকে নিস্তার চেয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল বিএম কলেজে পড়াশোনা করাকালীন সালাউদ্দিন ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সম্প্রতি এলাকায় এসে তিনি জার্সি বদল করে হয়ে যান বিনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের ইউনিয়ন সাধারণ সম্পাদক। চলতি আগষ্টে সরকার পতনের সাথে সাথে উক্ত সালাউদ্দিন বেপারী গ্রামে নিরীহ মানুষের বাসাবাড়িতে হামলা ও লুটপাটের প্রতিযোগিতায় মেতে উঠেছে বলে বিস্তর অভিযোগ উঠেছে। ভোলার বিশিষ্ট ঠিকাদার আকতার হোসেন গণমাধ্যমকে জানান,ওই ইউনিয়নে রক্ষিত থাকা তার ঠিকাদারী কাজের প্রায় বিশ লাখ টাকার ইট,বালু,রড,সিমেন্ট ও পাথর লুট করে নিয়ে গেছে সালাউদ্দিন বেপারী। দৈনিক দিনকাল পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মিজানুর রহমান জানান, দুর্ধর্ষ সন্ত্রাসী সালাউদ্দিন বেপারীর নেতৃত্বে তার গুন্ডা বাহিনী মিজানের ব্যাক্তি মালিকানাধীন ফসলী জমি দখল করে নিয়েছে। নামপ্রকাশ না করার শর্তে গ্রামের ভুক্তভোগী বেশ কয়েকজন গণমাধ্যমকে জানান,গত ১০ দিনে সালাউদ্দিনের নেতৃত্ব একটি ক্যাডার বাহিনী পুরো এলাকায় সন্ত্রাস ও লুটপাটের মচ্ছব চালিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তারা জানান,এলাকার মানুষের কাছে বর্তমানে “সালাউদ্দিন” একটি মূর্তিমান আতঙ্কের নাম। স্থানীয়দের দাবী,তার বিরুদ্ধে এখন-ই ব্যবস্থা নেয়া না হলে বিএনপির মতো একটি বৃহৎ দলের সম্মান ও ভাবমূর্তি বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এব্যাপারে অভিযুক্ত সালাউদ্দিন বেপারীর সাথে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *