স্টাফ রিপোর্টারঃ
জনাব মোঃ শাহীন ফকির, বিপিএম, অফিসার ইনচার্জ বোরহানউদ্দিন থানা, ভোলার সার্বিক তত্ত্বাবধানে ইং-২১-০৬-২০২২ তারিখ ১১.৫৫ ঘটিকায় সময় এসআই (নিঃ)/মোঃ মহিউদ্দিন জুয়েল সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ মাহফুজ আলম, এএসআই(নিঃ)/মোঃ সরোয়ার বশির এবং কং/৬০০ মোঃ হারুন হাং, সর্ব কর্মস্থল বোরহানউদ্দিন থানা, ভোলাদের সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া বোরহানউদ্দিন থানাধীন টবগী ইউনিয়নের ০৯নং ওয়ার্ডস্থ মুলাইপত্তন সাকিনে জনৈক প্রসন্ন বাইনের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হইতে আসামী অন্তর কর্মকার (২২), পিতা-প্রফুল্ল কর্মকার, মাতা-সমিতি রানী দে, সাং-মুলাইপত্তন ০৯নং ওয়ার্ড, টবগী ইউনিয়ন, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলা ৮৫ (পঁচাশি) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আসামীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।