ভোলার ভেলুমিয়ায় এক ঔষধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি।  

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের শরীফ খাঁ বাজারের রাকিব নামের এক ঔষধ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হারুন ফরাজী তার নাবালিকা মেয়ে একই এলাকার  রাকিব হোসেনের কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়ে আসছে  আসছে। তাতে রাকিব ও তার পরিবার অসম্মতি জানালে হারুন ফরাজী সু-কৌশলে  ৬/৯/২৩ ইং তারিখে বুধবার সন্ধায় তার বাড়িতে ডেকে এনে রাকিবের উপর এলোপাথাড়ি হামলা চালায়। প্রথমে হারুন ফরাজি একা শুরু করলেও পরবর্তীতে হারুন ফরাজির সাথে সানু শিকদার, মনির,হৃদয়,  জাহিদ,শামীম,হাসান,তরিক,শাহীন সহ অজ্ঞাত আরো ৪-৫ জন মিলে রাকিবকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। রাকিবের ডাক চিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করায়। রাকিবের ভাই লিটন অভিযোগ করে জানায়,  রাকিবের সাথে থাকা ভিভো এবং স্যামসাং মডেলের দুটি মোবাইল সেট ও নগদ টাকা  দুষ্কৃতিকারীরা ছিনিয়ে নিয়ে যায়। তবে স্যামসাং মোবাইল সেটটি উদ্ধার করলেও ভিভো মোবাইল সেটটি উদ্ধার করা যায়নি।  এখনো রাকিবের উপর হামলা মামলার আশঙ্কা রয়েছে বলে ভাই লিটন  জানান। এ ব্যাপারে ভেলুমিয়া  ইউপির ৭,৮,৯ ওয়ার্ডের সংরক্ষিত মেম্বারের স্বামী সামছুল পাটোয়ারী জানায়,হামলাকারীরা খুবই খারাপ লোক এবং দুষ্কৃতিকারী। 
অভিযুক্ত হারুন ফরাজীর সাথে মুঠো ফোনে জানান, তিনি এই ব্যাপারে কিছু জানেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *