নিজস্ব প্রতিবেদকঃ আজকের দেশবানী।
(২০এপ্রিল) মঙ্গলবার ভোলা মনপুরা উপজেলার ঢালচরে- সচিব(অবঃ)জনাব নাজিম উদ্দিন চৌধুরীর খামার থেকে গরু চুরির সময় সংঘবদ্ধ একটি চোরচক্র জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় ৪ চোর হাতেনাতে আটক এবং গণ ধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছেন। বাকীরা জাগলার চরে লুকিয়ে গেলে স্থানীয় জনতা সহ পুলিশ তাদের আটকের জন্য অভিযান চালায়।আটককৃত দের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে-১.সাখাওয়াত পিতা-আলাউদ্দিন বেপারি। ২.. মোঃশাহিন পিতা -মজির উদ্দিন সর্দার।এরা ১নং মনপুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।ধৃত সাখাওয়াত ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার খুরশিদ আলমের ভাগিনা। তার ভাষ্য মতে-তারা মোট ১৩ জন,আটক ৪ জন বাদে খুরশিদ মেম্বারের ভাতিজা সিরাজ, খালাতো ভাই সামছুদ্দিন,খোকন মাঝির ছেলে রাজিব সহ বাকি ৯জন চরে লুকিয়ে গেছে।
স্থানীয়দের ভাষ্য -এরা মূলত খন্ডকালীন হরিণ শিকারী। হরিণের চামড়া এবং মাংস বিক্রির অগ্রিম বায়না নিয়ে রাতের আধাঁরে হরিণ শিকার করে বিক্রি করে এই চক্রটি । হরিণ না পেলে গরু জবাই করে গোপনেই বিক্রি করত। ইতিপূর্বে এমন অসংখ্য ঘটনার নজির আছে। বন বিভাগ নির্বিকার।
এবিষয়ে মনপুরা থানার এস,আই, মোঃ ইব্রাহিম হোসেন নয়ন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন চোর চক্রের ৪ জনকে আটক করা হয়েছে বাকি চক্রটি আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে এবং এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।