স্টাফ রিপোর্টারঃ আজকের দেশবানী।
তরিকত ফেডারেশন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও আহলে তরিকত ভোলা জেলাসহ সকল তরিকতের বিরুদ্ধে ওলামা ও আইম্মা ঐক্য পরিষদ ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেন।
আগামী ২৭মার্চ রবিবার ভোলা বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়নের মনিরাম হাই স্কুল মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
এলাকাবাসী জানান, ওলামা ও আইম্মা ঐক্য পরিষদের ওলামাগন সকল তরিকতের বিরুদ্ধে বিভিন্ন কু'রুচি মন্তব্য করেন বলে তরিকতের ওলামাদের ধারনা,এসুবাধে উক্ত তরিকতের বিরুদ্ধে সম্মেলনের ডাক দেন তারা।
এলাকাবাসী জানান,আমরা বিভিন্ন ভাবে জানতে পারি ২৭ মার্চ সম্মেলনে যেকোনো সময় দুষ্কৃতীদের দাঁড়া বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
তাই আমরা সাধারন জনগন আতঙ্কিত।
আমরা আশা করি প্রশাসনের উপস্থিতিতে উক্ত সম্মেলন হওয়ার এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।