ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

স্টাফ রিপোর্টারঃ

চেতনায় বাঙালি সংস্কৃতি,উগ্রবাদ নয় সম্প্রীতি” স্লোগানে আজ বৃহস্পতিবার (০১লা বৈশাখ) বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় Guest Of Honour হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা। সভার শুরুতে তিনি সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির নিজস্ব সংস্কৃতি, এটি আমাদের চর্চা ও লালন করতে হবে।যারা বাঙালি জাতীয়তাবাদ বিশ্বাস করে না, নিজেদের ঐতিহ্যকে লালন করতে জানেনা, তারাই কেবল বাংলা নববর্ষ উদযাপন বিরোধী অপপ্রচার চালায়।
তাই বিশ্বের বুকে আমাদের জাতিস্বত্বার স্বকীয়তা টিকিয়ে রাখতে হলে নিজেদের সংস্কৃতি লালন, ঐতিহ্য ধারণ ও চর্চা করতে হবে। তিনি নতুন বছরে সকলের মঙ্গল কামনা করেন এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন।

এ সময় মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী জেলা প্রশাসক ভোলা, মোঃ আছাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভোলা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *