ভোলা প্রতিনিধিঃ
দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ২নং ওয়ার্ডে ভখাটে জাবেদের অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারন মানুষ।
রোকেয়া বেগম অভিযোগ করে জানান,ছাগলের জমি খাওয়াকে কেন্দ্র করে জাবেদের নেতৃত্বে কয়েকজন ভখাটে আমার বাড়িতে এসে আমাকে অমানুষিক নির্যাতন করেন।
জাবেদ আমাকে পিটিয়ে মাটিতে ফেলে দেয় এবং আমাকে শ্লীলতাহানীর চেষ্টা করে।
আমি ডাকচিৎকার দিলে এলাকার লোকজন দৌড়ে আসলে উক্ত ধর্ষক জাবেদ পালিয়ে যায়।
এলাকার লোকজন ঘটনাস্থল থেকে আমাকে উদ্ধার করে তারা চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
কিছুটা সুস্থ্য হয়ে আমি জাবেদসহ ৫ জনকে আসামী করে আদালতে মামলা করি যাহার মামলা নং সি,আর ১৬৯।
রোকেয়া বেমগ আরো জানান,জাবেদ আমাকে বিভিন্ন সময় মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়।
সে বলে আমি যদি মামলা সেচ্ছায় তুলে না নেই, তাহলে জাবেদসহ তার লোকজন নিয়ে আমাকে ধর্ষন করে মেরে ফেলবে।
এমতাবস্থায় আমি জাবেদের ভয়ে নিরাপত্তাহীনতায় দিনযাপন করছি।
এলাকাবাসী জানান, জাবের বখাটে প্রকৃতির লোক, যখন তখন কোন কারন ছাড়াই এলাকার সাধারণ মানুষের সাথে অযথাই বিরোধ করছে।
এলাকার সাধারন পরিবারের মেয়েদেরকে ভিবিন্ন ভাবে উত্তপ্ত করে যাচ্ছে।
জাবেদ ভখাটে বলেই তাকে কেহ কিছু বলার সাহস পাচ্ছে না।
আমরা এলাকাবাসী জাবেদের অত্যাচারের হাত থেকে বাচার জন্য প্রশাসনের সু'দৃষ্টি কামনা করি।
এ ব্যপারে জাবেদ গংদের বক্তব্য জানতে গিয়ে এলাকায় তাদের কাউকে খুজে পাওয়া যায়নি।
তবে ভুক্তভোগী, স্বামী হারা রোকেয়া বেগমের অসহায় পরিবার জাবেদদের অত্যাচার ও নির্যাতনের হাত থেকে বাচার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।