
স্টাফ রিপোর্টাঃ
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন জামিরালতা ৭নং ওয়ার্ডে একদল ভুমিদস্যু জমি জবর দখলের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়াগেছে।
আব্দুর রশিদ জানান, ৭নং ওয়ার্ড জামিরালতা মৌজায় আমার বাবা আব্দুর রব মৃত্যুর পর তার খরিদীয় ৬১ ও ৩৮ খতিয়ানের ৬৮ শতাংশ জমির ওয়ারিশ সূত্রে মালিক আমি হই।
দীর্ঘদিন যাবত আমি ওই জমি ভোগ দখল করে থাকি।
ওই জমির এস,এ রেকর্ড ও ডিয়ারা রেডর্ডসহ পর্যাপ্ত কাগজ থাকা সত্ত্বেও, ইদানিং একই এলাকার ভূমিদস্যু বাবুল, লোকমান, মাকসুদ ও সিরাজ গংরা আমাদের দখলীয় জমি তাদের বলে দাবী করেন।
আমাদের ওই দখলিও জমি থেকে আমাদেরকে উচ্ছেদ করে তারা ওই জমি জবর দখল করার চেষ্টা করে।
বিভিন্ন সময় তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।
এনিয়ে এলাকায় দফায় দফায় সালিশ মিমাংসা হয়।
তারা সালিশের কোন তোয়াক্কা করেনা। নিজ খামখেয়ালীপনায় তারা এলাকায় বিভিন্ন ধরনের অন্যায় মুলক কর্মকান্ড করে থাকে।
এলাকাবাসী জানান,আমরা জানি উক্ত ৬৮ শতাংশ জমির প্রকৃত মালিক আবদুর রশিদ গংরা। আবদুর রব মৃত্যুর পর তার খরিদীয় এবং রেকডিও দলিল সুত্রে ওই জমির মালিক আবদুর রশিদ। আমরা দেখে আসছি আবদুর রশিদ দীর্ঘদিন ওই জমি ভোগ দখল করে আসছেন। ইদানিং তারা কেন কোন প্রমানাধী কাগজ ছারা ওই জমি তাদের বলে দাবী করেন তা আমরা জানিনা।
আমরা মনে করি বাবুল, লোকমান,মাকসুদ ও সিরাজ গংরা ওই জমি তাদের নিজেদের দাবী করাটা অন্যায়।
এব্যাপারে সিরাজ গংদের নিকট জানতে চাইলে তিনি জানান,ওই জমি আমাদের আমরাও ওয়ারিশ সুত্রে মালিক।
ভুক্তভোগি আবদুর রশিদ গংদের অসহায় পরিবার জুলুমবাজ সিরাজ গংদের অত্যাচারের হাত থেকে বাচার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন