বিশেষ প্রতিনিধি, আলমগীর হোসেনঃ
রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়।
আটক মেহেদী হাছান (২০) ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার পাটিখালঘাট ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের আলম তালুকদারের ছেলে বলে জানিয়েছে ইলিশা ফাঁড়ি পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলামের নেতৃত্বে এএসআই সুজন মাঝি, এএসআই গুলজার হোসেন ও এএসআই মোঃ রিপনসহ পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনকভাবে মেহেদী হাছানকে তল্লাশি করলে তার হাতে বহনকৃত একটি কালো ব্যাগে ২ হাজার ৮৩০ পিস ইয়াবা পাওয়া যায়।
এ ব্যাপারে ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম আজম জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।