
মোঃ ইব্রাহিম ভোলা জেলা প্রতিনিধি।
ভোলা জেলা ডিজিটাল প্রেস & দক্ষিণ আইচা প্রেস ক্লাবের ধর্ম বিষায়ক সম্পাদক মোঃ ইব্রাহিম করিম খলিউল্লাহ এর শুভ জন্মদিন আজ। আজকের এই দিনে এক শুভ ক্ষণে এক সম্ভ্রান্ত পরিবারে মায়ের কোল জুড়ে ভূমিষ্ঠ হয় এক নবজাতক শিশু। আর সেই নবজাতক শিশুটি আজকের স্বনামধন্য সাংবাদিক & মেডিসিন ব্যবসায়ী ও সকলের প্রাণ প্রিয় বন্ধু মোঃ ইব্রাহিম করিম খলিউল্লাহ।
তিনি বলেন যারা আমার, শুভ_জন্মদিনে
ℍ𝕒𝕡𝕡𝕪 𝔹𝕚𝕣𝕥𝕙𝕕𝕒𝕪 পালন করেছে এবং আমার জন্য দোয়া করেছে, তাদের সকলের প্রতি রহিলো আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন।
২০২০ ইং সালে মোঃ ইব্রাহিম করিম খলিউল্লাহ প্রকাশিত দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার (উপজেলার প্রতিনিধি) নিয়োগ পান । পরবর্তিতে দৈনিক আজকের দেশবাণী কম পত্রিকার চরফ্যাশন উপজেলার প্রতিনিধি নিয়োগ পান । ২০২১ সালে দৈনিক অভিযোগ বার্তা পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি এবং তিনি মানুষের পাশে থাকার জন্য সাংবাদিক হিসেবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি বার্তা টিভির (ভোলা জেলা প্রতিনিধি) হিসেবে কর্মরত আছেন। মোঃ ইব্রাহিম করিম খলিউল্লাহ ১৯৯৯ সালের ১ কে পহেলা জানুয়ারি , ভোলায় জন্ম গ্রহন করেন। বাবা মোঃ অহিদ, এবং মাতা মোসাঃ মরিয়ম । মোঃ ইব্রাহিমের, দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসা দিয়ে শিক্ষাজীবন শুরু হয়, দাখিল পাশ করে চরফ্যাশন কারামাতিয়া কামিল( এম এ) মাদ্রাসা দিয়ে আলিম পাশ করে, বর্তমানে ভোলা সরকারি কলেজ দিয়ে অনার্স এবং চরফ্যাশন কারামাতিয়া কামিল ( এম এ) মাদ্রাসা দিয়ে ফাজিল চলছে , বর্তমানে তিনি ভোলার, চরফ্যাশন উপজেলায় স্থায়ী ভাবে বসবাস করছেন।
সবসময় ইতিবাচক মানসিকতা পোষণ করেন এই সাংবাদিক ও উদ্দোক্তা। ইতিবাচক থাকাকে সাফল্যের সূত্র মনে করেন এই সাংবাদিক । সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও প্রকাশ করাই তার কাজ।
আজকের এ দিনে আমাদের প্রতিবেদকের সাথে দীর্ঘ আলোচনায় তিনি বলেন আমি দেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী। আমি চাই সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমি স্বপ্ন দেখি সন্ত্রাস মুক্ত, দুর্নীতিমুক্ত স্বাধীন সার্বভোম সোনার বাংলাদেশ তিনি আরো বলেন আমি দেশবাসী সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করি, আমরা সকলে মিলে এই দেশ কে সোনার দেশ গড়তে ছাই।
তিনি বলেন আমি ভোলা জেলার ডিজিটাল প্রেস ও দক্ষিণ আইচা প্রেস ক্লাবের সকল সাংবাদিক দের প্রতি এবং সকল মানুষের প্রতি রহিলো আমার আন্তরিক ভালোবাসা সকলের জীবন শান্তির হক আমিন।