মোঃ ইব্রাহিম,চরফ্যাশন প্রতিনিধি।
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় প্রভাতী টিম গঠন করা হয়েছে,দক্ষিন আইচা নূহা মেডিসিন কর্নার চেম্বারে, বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতে প্রভাষক মো.ইলিয়াস হোসেনকে প্রধান সমন্নয়ক, ও মাষ্টার মো.ফরিদ উদ্দিনকে সহ সমন্নয়ক, অবসরপ্রাপ্ত সেনা সদ্যস মো. মন্নান সাহেব, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো.বশির মিয়াকে ফিজিও এবং আনোয়ার হোসেন মারুফকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।
এই টিমের একমাত্র উদ্দেশ্য প্রতিদিন সকালে ফজরের নামাজ শেষ করে ধর্মীয় দ্বীনি দাওয়াত দিয়ে, তারপর সকল সদস্য পিটিতে শারীরিক সুস্থতার জন্য শরীর চর্চা অংশগ্রহণ করবে।
যাকে সদস্য করবো সে যেন অবশ্যই ভাল মনের, , ভদ্র স্বভাবের হতে হবে।
প্রভাতী টিমের কোন সদস্যকে অসন্মান করা যাবেনা, ছোট কে স্নেহ এবং বড়কে সন্মান করতে হবে, এই টীমে এমন কোন কিছু করা যাবেনা, যাতে কারো মনে কস্টো পায়।
দক্ষিন আইচা প্রভাতী এই টীম সম্পূর্ণ রুপে একটা অরাজনৈতিক সংগঠন।
মনে রাখবে সকলে আমরা সকলের তরে প্রোত্যেকে আমরা পরের তরে।
উল্লেখ্য থাকে যে, দক্ষিণ আইচা প্রভাতী টিমে যে কেউ অংশগ্রহণ করতে পারবেন।
মোঃ ইলিয়াস হোসেন, প্রধান সমন্নয়ক দঃ আইচা প্রভাতী টীম, এই বলে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।