ভোলা দৌলতখানে কোস্ট গার্ডের ওপর চোরাকারবারিদের হামলা আহত- ৪

ভোলা দৌলতখানে কোস্ট গার্ডের ওপর চোরাকারবারিদের হামলা আহত- ৪

দৌলতখান প্রতিনিধিঃ

ভোলা দৌলত খানের চৌকি ঘাটে অভিযান চলাকালীন সময়ে কোস্ট গার্ডের উপর চোরাকারবারিরা হামলা চালিয়ে দক্ষিণাঞ্চলীয় কোস্ট গার্ডের ৪ সদস্যকে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত ১১ টার দিকে চৌকি ঘাটের রাধাবল্লব বাজার মেঘনার তীর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার একদিন পরে বুধবার রাত ১১ টার দিকে কোস্টগার্ড বাদী হয়ে চোরা কারবারের ১২ জনসহ অজ্ঞাত আরো ৬৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এসব তথ্য নিশ্চিত করেছেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাকির হোসেন। তবে তিনি তদন্তের স্বার্থে আসামিদের নাম বলতে রাজি হয়নি। মামলার এজাহারের বরাত দিয়ে ওসি বলেন মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে দক্ষিণ অঞ্চলে ও কোস্ট গার্ডের সদস্যরা মোটরসাইকেল জোকে মা ইলিশের নিষেধাজ্ঞা অভিযান বাস্তবায়নের লক্ষ্যে মেঘনা নদীর তীর দিয়ে টহল দিচ্ছিলেন। রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার চোকি ঘাটায় গিয়ে দেখেন চোরাই পথে গভীর মেঘনা থেকে আসা ট্রলার থেকে ডাঙ্গায় তেল নামানো হচ্ছে। এই তেল গভীর মেঘনায় চলাচলকারী মাল বাহি জাহাজ থেকে নামানো হয় এই সময় কোস্ট গার্ডের সদস্যরা ট্রলারে উঠে ট্রলারে সমস্ত তেল জব্দ করে। ঘটনাস্থলে আরো ফোর্স পাঠানোর জন্য প
কোস্ট গার্ড ক্যাম্পে ফোন করে । এ সময় চোরাকারবাড়িরা কোস্টগার্ডের সদস্যদের উপর অতর্কিত হামলা ও বেধড়ক পিটিয়ে আহত করে তেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত কোস্ট গার্ড সদস্য মাসুম পারভেজ যার আঙ্গুল কেটে ফেলেছে, মিজানুর রহমান, আতিকুল ইসলাম, ও মোহাম্মদ ইব্রাহিম খলিল কে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অনর্থ নিয়ে যায়। এই ঘটনায় কোস্টগার্ড থেকে কোন তথ্য পাওয়া যায়নি। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ শফিউল কিঞ্জল বলেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না তবে প্রত্যক্ষদর্শী একাধিক স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে চোরাকারবারি সদস্যরা বিপুল পরিমাণ তেল নামায়। কয়েক ট্রলার তেল নামিয়ে প্রথমে দক্ষিণ মেঘনার দিকে নিয়ে যায়, বাকি কয়েক ট্রলার চৌকি ঘাটা দিয়ে উঠাচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *