বিশেষ প্রতিনিধি।
দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের কলাকোপা ৩নং ওয়ার্ডে, মায়ের সাথে অভিমান করে ৯ম শ্রেনীর ছাত্রী সানজিদা (১৪) কিশোরী আত্নহত্যা করেন। উক্ত আত্নহত্যাকে পুজি করে সানজিদার পিতা মোঃ ইউসুফ স্থানীয় কু'চক্রী নুরউদ্দিনের ইন্দনে প্রতিপক্ষ মোঃ শরিফ পিতা-মোঃ সেলিম গংদের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা করেন। মোঃ সেলিম (৫৫) অভিযোগ করে জানান,গত ২ জুন ২০২৩ইং সকাল ৯ টার সময় সানজিদার মা সামিয়া বেগম,তার মেয়ে সানজিদা ( হাসি)কে অকার্ট ভাষায় গালি গালাজ করে, সানজিদা তার মায়ের গালমন্দ শুনে কষ্ট পেয়ে তাহার বশত ঘরের পার্শ্ববর্তী তার নানীর পাওয়া সরকারী কলোনীর আধাপাকা বসত ঘরে গিয়ে রান্নাঘরের দরজা জানালা বন্ধ করে টিনের চালার নিচে লোহার রুয়ার সাথে তাহার পরিহিত ওড়না দিয়া গলায় ফাস লাগাইয়া আত্নহত্যা করেন।
দৌলতখান থানার এসআই ( নিরস্ত্র) মোঃ শাহাদাৎ হোসেনের তদন্ত প্রতিবেদনে এ সিদ্ধান্তে উপনীত হয় যে,তিনি জানান,সানজিদার মায়ের সাথে তার মেয়ে সানজিদার হত্যা কান্ডের ব্যপারে জানতে চাইলে তিনি বলেন,আমি আমার মেয়েকে রাগ করেছিলাম,এর পর শুনি সে তার নানীর ভাষায় গিয়ে আত্ন হত্যা করেন। আমার মেয়ে সানজিদার মৃত্যুতে কাহারো প্রতি আমার কোন অভিযোগ নেই। সানজিদার মৃত্যুতে কাহারো প্রতি কোন শোভা সন্দেহ না থাকায় বিষয়টি শেবাচিম,বরিশালে ভিকটিম সানজিদা (হাসির) লাশের দায়িত্বে নিয়োজিত এসআই (নিরস্ত্র)বিজয়, বরিশাল মডেল থানা, বিএমপি, বরিশাল মোবাঃ ০১৩২০০৬৫৮৪৬ কে জানানো হয়।পরবর্তীতে এ বিষয়ে অত্র থানায় কোন সংবাদ বা অভিযোগ প্রাপ্ত হয় নাই। মোঃ সেলিম আরো জানান, সানজিদার মৃত্যুতে তার মায়ের কাহারো উপর কোন অভিযোগ নেই এবং পুলিশের তদন্ত রিপোর্টে আত্নহত্যা প্রমান রয়েছে।
স্থানীয় নুরউদ্দিনের সাথে আমাদের জমিজমা বিরোধ রয়েছে,নুরউদ্দিন সানজিদার মৃত্যুকে পুজি করে টাকার বিনিময়ে সানজিদার পিতা মোঃ ইউসুফকে বাদী করে মোঃ শরিফ (২৪)সহ চার জনের বিরুদ্ধে স্বার্থপনোদিত মামলা করেন। ওই মিথ্যা মামলার ১নং আসামী মোঃ শরীফকে পুলিশ গ্রেপ্তার করেন,বর্তমানে ১নং আসামী মোঃ শরীফ জেল হাজতে। এলাকাবাসী জানান, মৃত সানজিদার পিতা ইউসুফ মোঃ শরীফ গংদের বিরুদ্ধে তার মেয়ের মৃত্যুকে পুজি করে টাকার বিনিময়ে মিথ্যা মামলা দিয়ে অহেতুক শরীফ গংদের সাথে জুলুম করেছে। আমরা চাই নিরপরাধ শরীফ গংরা ইউসুফের মিথ্যা মামলার হাত থেকে রেহাই পেয়ে সুখে শান্তিতে বসবাস করুক। ভুক্তভোগি মোঃ শরীফ গংরা মোঃ ইউসুফের জুলুমবাজী ও মিথ্যা মামলার হাত থেকে বাচার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।