
স্টাফ রিপোর্টার।
ভোলা দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ৩নং ওয়ার্ডের এনজত আলী ফরাজী বাড়ির জয়নালের ছেলে মাসুমের উপর সন্ত্রাসী হামলা করেছে দূর্বৃত্তরা। আহত
মাসুম জানান,গত ২২ ফেব্রয়ারী ০২৫ ইং রাত আনুমানিক ১১টার সময় বিদেশ প্রবাসি আমার বড় ভাইয়ের সাথে কথা বলার জন্য বাড়ীর সামনে রাস্তার উপর যাই ওই সময় নেটওয়ার্ক সমস্যা দেখা দেয় বলেই আমি আমাদের নিজ বাড়ির সামনে রাস্তায় গিয়ে বড় ভাইয়ের সাথে কথা বলি। হটাৎ মটর সাইকেল যোগে দুইজন লোক আমার সামনে এসে দাঁড়ায় এবং সাথে সাথে মোটরসাইকেল থেকে নেমে একজন আমার মাথায় পিস্তল ঠেকায় অন্য জন আমার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আমাকে এ্যালোপাতারি দেশিয় অস্র দিয়ে আঘাত করতে থাকে। একপর্যায় আমার ডাক চিৎকার শুনে এলাকার লোকজন দৌড়ে আসলে উক্ত সন্ত্রাসীরা পালিয়ে যায়।
মাছুম আরো জানায়,উক্ত সন্ত্রাসীদের আমি সঠিক ভাবে চিনতে পারিনি তবে তাদের দেখলে আমি চিনবো এবং স্বরণ করার চেষ্টা করছি । তবে পরে জানতে পেরেছি সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জেরধরে পরিকল্পিত ভাবে আমার উপর এ হামলা করেছে ।
প্রত্যক্ষ স্বাক্ষী সবুজ জানান, মাসুমের ডাকচিৎকার শুনে আমরা দৌড়ে এসে দেখি পালসার মোটরসাইকেল দিয়ে দুইজন লোক দ্রুত পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিক আমরা মাছুমকে নিয়ে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাই । আহত মাছুমের অবস্থা আশংকা জনক তার ডান হাতে পাচটি কোপ দেয় সন্ত্রাসীরা এতে ২০টিরও বেশি সেলাই লেগেছে।
মাসুমের মা জানান,আমার বড়ো ছেলে প্রবাসে থাকে । মাসুম আমার বড়ো ছেলের সাথে কথা বলতে বলতে বাড়ির সামনে রাস্তায় উপর গেলে কিছুক্ষণ পরে মাছুমের চিৎকার শুনতে পাই আমরা দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মাছুম রক্তাক্ত অবস্থায় পরে আছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি,যারা আমার ছেলেকে আহত করেছে তাদের যেন দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়।