নিজস্ব প্রতিবেন।
বোরহানউদ্দিনে ভোট হবে সুষ্ঠু ও শান্তিপূর্ভোট টাররা ভোট দিবে নির্ভয়ে সাংবাদিকদের জানালেন ইউএনও সাইফুর রহমান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলার সাংবাদিকদের সাথে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কমিশনার ও অফিসার ইনচার্জ (ওসি) এর মতবিনিময় সভা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান জানান, ২৬ ডিসেম্বর ফ্রী ফেয়ার, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটাররা নিরভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার সুযোগ পাবে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন ফকির জানান, নির্বাচন হবে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ।
ভোটকে শান্তিপূর্ন করার জন্য ১৫ জন ম্যাজিস্ট্রেট, ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন র্যাব, ৭ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন কোস্ট গার্ড ও ৭০০ শত পুলিশ মোতায়েন করা হয়েছে।