ভোলা বোরহানউদ্দিনে সন্ত্রাসী হামলার স্বীকার হন আব্দুল কাদের

বোরহানউদ্দিন,প্রতিনিধি।

ভোলা বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের আবদুল কাদেরের উপর সন্ত্রাসী হামলা করেন কুতুবা ইউনিয়নের কবির নক্তি। আবদুল কাদের জানান,আমি একজন বিএনপির কর্মী দীর্ঘদিন ধরে দলকে ভাল বেসে আছসি,বিএনপির প্রতি আমার আন্তরিকতা থাকার কারনে বোরহানউদ্দিন পৌরসভায় হাফিজ ইব্রাহীমের জনসভায় যাওয়ার ইচ্ছা পোষন করি। যেতে না যেতেই পথিমধ্যে কুতুবা ইউনিয়নের হাফিজ ইব্রাহিম সমর্থিত ক্যাডার কবির নক্তি আমাকে উক্ত জনসভায় যেতে বাধা প্রদান করেন। আমি তাকে বুঝাইতে চাই যে,আমিও একজন বিএনপির কর্মী দলের প্রধানরা এই আসনে যাকে নমিনেশন দিয়ে পাঠায় আমরা তার হয়েই মাঠে কাজ করবো। জাহাঙ্গীর ও বুঝিনা হাফিজ ইব্রাহীম ও বুঝিনা। সবাই আমাদের, কবির নক্তি আমার কোন কথাই না শুনে তার সাথে থাকা দুইজন লোকসহ আমাকে এলোপাতাড়ি একটি দেশীয় অস্র দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। আমার ডাকচিৎকার শুনে এলাকার লোকজন দৌড়ে আসলে উক্ত সন্ত্রাসীরা পালিয়ে যায়। তৎখনাত তারা আমাকে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। তাদের আঘাতে আমার মাথা ফেটে যায়,প্রাথমিক ভাবে ডাক্তার আমার মাথায় ৬ টি সেলাই করেন। আমার অবস্থা বেগ তিক দেখে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। পরে লোক মারফৎ খবর পাই কবির নক্তি আমার উপর হামলা করেছে এই জন্য যে যুক্তরাজ্যে অবস্থানরত শ্রমিক দলের সভাপতি কাচিয়া ইউনিয়নের বাসিন্দা আগামী ভোলা-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদ প্রার্থী জাহাঙ্গীর এম আলম আমার চাচা। আমি দলের সকল নেতৃবৃন্দের কাছে কবির নক্তির বিরুদ্ধে বিচার দাবী করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *